পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একটি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে কার্যত ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পুলিশের ট্রেনিংয়ের দরকার বলেও তিনি জানিয়ে দেন। মূলত নন কগনিজেবল অপরাধ সংক্রান্ত ব্যাপারে একথা জানিয়েছে আদালত।
কোন মামলায় একথা জানিয়েছে হাইকোর্ট?
এক মহিলা সমবায় সমিতিতে আর্থিক তছরূপের অভিযোগ তুলেছিলেন। পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত এই মামলা। বিচারপতি বলেন, পুলিশের প্রশিক্ষণ দরকার। আপনারা ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারা দিলেন কেন? আপনারা এটা কীভাবে করতে পারেন? আপনাদের আদালতের অনুমতি নেওয়ার দরকার ছিল। কীভাবে এমন এফআইআর করতে পারেন? …নন কগনিজেবল অপরাধের ক্ষেত্রে পুলিশের প্রশিক্ষণ দরকার। পুলিশ প্রথাগত ব্যবহার করছে। সময়ের সঙ্গে নিজেকে বদলায়নি। আদালতের রেকর্ডে এটা রাখতে চাই না। আপনি অপরাধ চিহ্নিত করছেন।
আদালত জানিয়েছে, ব্রিটিশ আমল থেকে নন কগনিজেবল এফআইআর ব্যবস্থা চলে আসছে। পুলিশ এখনও তাকে কপি করে চলেছে। কার্যত পুলিশের কাজের ধারা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। সময়ের সঙ্গে পুলিশ নিজেকে বদলায়নি বলেও জানিয়েছে আদালত। পুলিশের আরও প্রশিক্ষণের দরকার বলেও জানিয়েছে আদালত।