বেশ কয়েকমাস আগে লোকসভা ভোট মিটেছে। প্রতিবারের মতো এবারও নির্বাচনের জন্য পুলিশ কর্মীদের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছিল। কিন্তু, নির্বাচনের প্রায় সাড়ে তিন মাস কেটে যাওয়ার পরেও এখনও বহু পুলিশ কর্মীকে নিজ জেলায় ফেরানো হয়নি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যেখানে চিকিৎসক এবং নাগরিক সমাজের আন্দোলনের জেরে চাপের মধ্যে রয়েছে রাজ্য সরকার ঠিক সেই আবহে এবার পুলিশ কর্মীদের নিজ জেলায় ফেরানোর দাবিতে রাজ্য সরকারের উপর চাপ বাড়ালেন তাদের আত্মীয় পরিজনরা। এই দাবি ঘিরে শুক্রবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনের বাইরে ভিড় করেন পুলিশ কর্মীদের বাবা মা, স্ত্রী এবং আত্মীয়রা।
আরও পড়ুন: বাংলা বলা নিয়ে শুরু… বারাসতে প্রতিবাদীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে,ধৃত ১৮
শুক্রবার সকালে পুলিশ কর্মীদের প্রচুর আত্মীয়দের ভিড় দেখা যায় ভবানী ভবনের সামনে। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে যেমন এসেছেন সুদূর মালদা থেকে আবার অনেকেই এসেছেন বীরভূম বা মুর্শিদাবাদ অথবা অন্যান্য জেলা থেকে। এক পুলিশ কর্মীর বাবার বক্তব্য, গত লোকসভা নির্বাচনের সময় তার ছেলেকে মালদা থেকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছিল। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে। বৃদ্ধ বাবা মা রয়েছেন। কিন্তু, ভোট মিটে যাওয়ার পরে এখনও নিজ জেলায় ফেরানো হয়নি তাকে। এর ফলে বাড়ির লোকেরা চরম সমস্যার মধ্যে পড়ছেন। সংসার চালাতে গিয়ে সমস্যা হচ্ছে তাদের। এই অবস্থায় যাতে ছেলেকে ফের মালদা জেলায় ফেরানো হয় সেই অনুরোধ জানাতে তিনি এদিন ভবানী ভবন পৌঁছন।
আর একজন পুলিশ কর্মীর স্ত্রী জানান, তিনি বীরভূমের বাসিন্দা। তার স্বামী সিউড়িতে পোস্টিং ছিলেন। তবে নির্বাচনের সময় অন্য জেলায় বদলি করা হয়েছে। এতদিন হয়ে যাওয়ার পরে এখনও সেখান থেকে ফেরানো হয়নি। তাই যাতে পুলিশ কর্মীদের নিজ জেলায় ফেরানো হয় সেই দাবিতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করার দাবি জানান পুলিশ কর্মীদের আত্মীয় পরিজনরা। যদিও আলিপুর থানার তরফে তাদের বলা হয় যে অভিযোগ লিখিত আকারে জমা দিতে হবে। এর পরে আবার তাদের ডেকে পাঠানো হবে। কিন্তু, তাতে সন্তুষ্ট নন আত্মীয় পরিজনরা। তারা ডিজির সঙ্গে দেখা করার দাবি জানান। তাদের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ডিজির সঙ্গে দেখা করে সমস্যা জানাবেন ততক্ষণ তারা সেখান থেকে যাবেন না। এই দাবিকে ঘিরে বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ভবানী ভবনে।