বিবস্ত্র অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন প্রেমিকা। আর সেখানেই গলায় ওড়না জড়ানো অবস্থায় ঝুলছে প্রেমিকের নিথর দেহ। সল্টলেকে একটি গেস্ট হাউস থেকে গতকাল রাতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দেহে ক্ষত চিহ্ন রয়েছে। একই সঙ্গে যুবতীর শরীরেও আঘাতের চিহ্ন মিলেছে। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। যুবকের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম রনি দত্ত। ভুয়ো পরিচয় দিয়ে গত ২ মাস ধরে ওই গেস্ট হাউসের একটি রুমে তারা ভাড়া ছিলেন। কেন তারা ভুয়ো পরিচয় দিয়ে সেখানে ছিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন।
পুলিশ জানিয়েছে, যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। পাশাপাশি যুবতীর শরীরেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রাতে গেস্ট হাউসের ওই ঘর থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে গেস্ট হাউস থেকেই পুলিশের কাছে ফোন করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজায় ধাক্কা দিতেই বিবস্ত্র অবস্থায় দরজা খুলে দেন যুবতী। সেখানে রনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। এরপর দুজনকে উদ্ধার করে পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই পুরুলিয়ার বাসিন্দা। গত ২ মাস ধরে তারা গেস্ট হাউসের একটি রুম ভাড়া নিয়ে ছিল। গেস্ট হাউসের রুমটি বুক করা হয়েছিল নির্ঝর চৌধুরীর নামে। গেস্ট হাউসের কর্মী এবং কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যুগলের মধ্যে ঝগড়া হয়েছিল। এমনকি তাদের মধ্যে মারপিটও হয়েছিল। তবে ওই যুবক আদৌও আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যুবতীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। কী কারণে এই যুবকের মৃত্যু হল তা জানতে তদন্ত করে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তবে অন্যের নামে কী করে এই যুগল এই গেস্ট হাউসের রুম বুক করে এতদিন থাকল সেই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।