রাস্তার পাশে রয়েছে ভ্যাট। সেই ভ্যাট থেকেই উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির প্লাস্টিকে মোড়া পচাগলা দেহ। ঠাকুরপুকুর থানার জোকার ইসমাইল রোডের পাশে একটি ভ্যাট থেকে এই দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কার দেহ? কে বা কারা ফেলে গেল? তা নিয়ে উঠেছে প্রশ্ন। খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বালিগঞ্জে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, পকেটে মিলল অবসাদ কমানোর ওষুধ, তদন্তে পুলিশ
জানা গিয়েছে, এই ভ্যাট থেকে বুধবার রাতে পচাগলা দুর্গন্ধ পান স্থানীয়রা। তারা খবর দেন পুলিশে। পরে পুলিশ গিয়ে প্লাস্টিকের বাঁধন খুলতেই দেখা যায় মানুষের পচাগলা দেহ রয়েছে ভিতরে। তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মেট্রো পিলারের কাছ থেকে এই প্লাসিকে মোড়া দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া দেহ হল এক যুবকের। তার পরনে ছিল শার্ট এবং প্যান্ট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দু থেকে তিন দিন আগেই মৃত্যু হয়েছে যুবকের। কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই ঘটনায় খুনের তত্ত্বই জোরদার হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করে প্লাস্টিকে মুড়িয়ে যুবকের দেহ ফেলে দেওয়া হতে পারে। তবে মৃত যুবক কোন এলাকার বাসিন্দা তা জানা যায়নি। একই সঙ্গে খুন করা হলেও তাকে সেখানেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুন করে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়টি আরও স্পষ্ট হবে পুলিশের কাছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টার পাশাপাশি কে বা কারা দেহ ফেলে গিয়েছিল তা জানতে আশেপাশের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে।এছাড়া প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।
জানা গিয়েছে, দেহটি এমনভাবে প্লাস্টিকে মোড়া ছিল যে বাইরে থেকে বোঝার কোনও উপায় ছিল না। উল্লেখ্য, ঠাকুরপুকুর থেকে কিছুটা দূরে তারাতলা রেললাইনের ধার থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই মহিলার গলায় কাটা দাগ পাওয়া গিয়েছিল। ফলে সেটি খুনের ঘটনা ছিল বলেই জানায় পুলিশ। সেই ঘটনার পর এবার জোকা থেকে দেহ উদ্ধার হল যুবকের। পুলিশের মতে, যুবকের পরিচয় জানা গেলেই তদন্তে গতি বাড়বে।