পুলিশে চাকরির পরীক্ষার ফল প্রকাশের দাবিতে পথে নেমে পুলিশেরই হামলার মুখে বেকার যুবক যুবতীরা। শুক্রবার বিধাননগরের করুণাময়ীতে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দিকে এগনোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশ। ছাড়া পেয়ে ফের অভিযানে নামেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, ২০২০ সালে রাজ্য পুলিশে অয়্যারলেস অপারেটর, সাব ইন্সপেক্টরসহ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শারীরিক সক্ষমতার পরীক্ষা, মেইন পরীক্ষা ও ইন্টারভিউর মুখোমুখি হয়েছেন তাঁরা। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর ৭ মাস পার হলেও এখনো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কোনও ফল প্রকাশ করা হয়নি। ফল কবে প্রকাশিত হবে এব্যাপারে জানতে চাইলে জবাবে বলা হয়েছে, জাতিভিত্তিক সংরক্ষণ নীতি এখনও স্পষ্ট নয়।
যদিও এই যুক্তি মানতে নারাজ পরীক্ষার্থীরা। তাদের দাবি, অকারণে সময় নষ্ট করছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দ্রুত ফল প্রকাশের দাবি জানাতে শুক্রবার PRB অভিযানের ডাক দেয় তারা। সেজন্য সকালে করুণাময়ীতে জড়ো হতেই পুলিশ আধিকারিকরা তাদের প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যান। বেশ কয়েকঘণ্টা পর তাদের মুক্তি দিলে ফের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দিকে এগোতে থাকেন তাঁরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup