বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Missing case in Baguiati and Airport: ৮ দিনে নিখোঁজ ৪ কিশোর–কিশোরী, অপহরণের মামলা রুজু করল পুলিশ

Missing case in Baguiati and Airport: ৮ দিনে নিখোঁজ ৪ কিশোর–কিশোরী, অপহরণের মামলা রুজু করল পুলিশ

নিখোঁজ চার কিশোর কিশোরী। প্রতীকী ছবি

প্রথম নিখোঁজের ঘটনাটি ঘটে গত ১০ ফেব্রুয়ারি। বিমানবন্দর এলাকার বাসিন্দা দুই কিশোরী দুপুর ২.৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপরে আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ কিশোরীর পরিবারের। অভিযোগ, কেউ তাদের অপহরণ করেছে। এরপরে থানায় অভিযোগ জানান কিশোরীদের পরিবার। 

বাগুইআটি এবং বিমানবন্দর এলাকা থেকে দুদিনের মধ্যে নিখোঁজ হয়েছে চারজন কিশোর ও কিশোরী। এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমে ঘনীভূত হচ্ছে। যদিও এখনও পর্যন্ত তাদের নিখোঁজের ঘটনায় মুক্তিপণ চেয়ে অভিভাবকদের কাছে কোনও ফোন আসেনি। ফলে তাদের নিখোঁজ হওয়ার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। নিখোঁজ হওয়া কিশোর কিশোরীদের মধ্যে রয়েছে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে। নিখোঁজের ঘটনাটি ঘটেছে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে। এই সমস্ত কিশোরী, কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত এই তাদের খোঁজ না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার। নিখোঁজদের সন্ধানে পুলিশের একটি দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম নিখোঁজের ঘটনাটি ঘটে গত ১০ ফেব্রুয়ারি। বিমানবন্দর এলাকার বাসিন্দা দুই কিশোরী দুপুর ২.৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপরে আর বাড়ি ফেরেনি বলে অভিযোগ কিশোরীর পরিবারের। অভিযোগ, কেউ তাদের অপহরণ করেছে। এরপরে থানায় অভিযোগ জানান কিশোরীদের পরিবার। যদিও ঘটনায় পরিবারের সদস্যরা মুক্তি পণ চেয়ে কোনও ফোন পাননি। পুলিশের অনুমান, এই দুই কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে স্থানীয় দুই যুবক জড়িত থাকতে পারে। সে ক্ষেত্রে ওই দুই যুবকের সঙ্গে কিশোরীদের প্রেমঘটিত কোনও সম্পর্ক রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, কিশোরীরা কোথায় রয়েছে তাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

এরপর দ্বিতীয় নিখোঁজের ঘটনা ঘটে গত ১৬ ফেব্রুয়ারি। বাগুইআটির বাসিন্দা এক ১৭ বছরের কিশোর বিকেলে টিউশনে যাওয়ার পথে আচমকা নিখোঁজ হয়ে যায়। পুলিশের অনুমান, ওই কিশোরকে বিহারে নিয়ে যাওয়া হতে পারে। বৃহস্পতিবার অন্য একটি অভিযোগ দায়ের করেছিলেন বিরাটির বাসিন্দা এক মহিলা। তাঁর অভিযোগ, তিনি ১৪ বছর বয়সী নাতনিকে স্কুলের বাইরে রেখে এসেছিলেন। তারপর আর সে বাড়ি ফেরেনি। পুলিশ জানিয়েছে, মেয়েটি স্কুলে প্রবেশ করেনি এবং শেষবার স্থানীয় এক যুবকের সঙ্গে তাকে দেখা গিয়েছিল।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, তারা এই সমস্ত নিখোঁজ ডায়েরিকে অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযোগগুলি অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে জড়িত, তাই আমরা উভয়কেই অপহরণের ঘটনা হিসাবে বিবেচনা করছি এবং শিশুদেরকে দ্রুত খুঁজে বের করার জন্য আমরা সবরকমভাবে চেষ্টা করেছি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল|

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.