বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সবজির আড়ালে চলছিল গাঁজা পাচার, উদ্ধার ১০ কুইন্টাল গাঁজা

সবজির আড়ালে চলছিল গাঁজা পাচার, উদ্ধার ১০ কুইন্টাল গাঁজা

 গাঁজা। ছবিটি প্রতীকী।

সবজির আড়ালেই এই মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু, পাচারকারীদের সেই পরিকল্পনা বানচাল করে দিল পুলিশ।

এক বা দু কুইন্টাল নয়, ১০ কুইন্টাল গাঁজা। লরি ভর্তি সবজি সরাতেই বেরিয়ে এল বিপুল পরিমাণ গাঁজা। সবজির আড়ালে মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কিন্তু, পাচারকারীদের সেই পরিকল্পনা বানচাল করে দিল পুলিশ। সোমবার রাতে লেকটাউন থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় এই পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। একইসঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শহরে মাদকের পাচার বেড়ে যাওয়ায় নিয়ম মেনেই সোমবার রাতে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় এয়ারপোর্ট থেকে বেলগাছিয়া দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই ট্রাকটিকে দেখেই সন্দেহ হয় পুলিশের। এরপরে ট্রাকটিকে দাঁড় করানো হয়। যদিও ট্রাকচালক পুলিশকে জানায় যে গাড়িতে সবজি রয়েছে। কিন্তু ট্রাকচালকের সেই দাবি মেনে নিতে পারেনি পুলিশ। ট্রাকচালকের কথায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। এরপরে পুলিশ ট্রাকচালককে লরির ডালা খুলতে বলে। কিন্তু, ডালা খুললেই দেখা যায় লরিতে প্রচুর পরিমাণে কাঁচা সবজি রয়েছে। তাতেই পুলিশের সন্দেহ আরও বাড়ে। রাতের বেলায় এত পরিমাণ কাঁচা সবজি দেখার পর পুলিশ সবজি সরাতে বলে চালককে। আর তা সরাতেই বেরিয়ে আসে লরি ভর্তি গাঁজা।

এই ঘটনায় গাড়ির চালকসহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে লরি এবং গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলার কথা রয়েছে। পুলিশের দাবি, সামনেই বড়দিন এবং বর্ষবরণের উৎসব রয়েছে। সেই লক্ষ্যেই শহরের বিভিন্ন প্রান্তে চড়া দামে এই পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্য ছিল। কোথা থেকে এই পরিমাণ গাঁজা আনা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানাতে ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হতে পারে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, উৎসবের আগে শহরে মাদকের পাচার বাড়ছে। কয়েকদিন আগেই তিন কিলো মাদক-সহ এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়াও শহরে বিভিন্ন জায়গা থেকে তাল্লাশি চলিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বন্ধ করুন