বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতায় দূষণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ বছরে জরিমানা করা হয়েছে দুই কোটি টাকা

কলকাতায় দূষণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ বছরে জরিমানা করা হয়েছে দুই কোটি টাকা

জরিমানা করছে কলকাতা পুলিশ। প্রতীকী ছবি।

পরিবেশ ও দূষণ বিধি লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে। যদিও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল জাতীয় পরিবেশ আদালতে। গত মাসে একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে শব্দ দূষণ নিয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আগামী দু মাসের মধ্যে সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় পরিবেশ আদালত।

বায়ু দূষণ নিয়ে বিভিন্ন সমীক্ষার রিপোর্টে কলকাতার উদ্বেগজনক ছবি ধরা পড়েছে। বায়ু দূষণের পাশাপাশি শব্দ দূষণও কলকাতার একটি বড় সমস্যা। দূষণ বিধি এবং পরিবেশ বিধি লঙ্ঘন করার দায়ে বড় অঙ্কের জরিমানা আদায় করল কলকাতা পুলিশ। গত তিন বছরে কলকাতা পুলিশ প্রায় ২ কোটি টাকা জরিমানা আদায় করেছে। ফলে দূষণ নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ সক্রিয় বলেই মনে করছেন লালবাজারের কর্তারা। যদিও পুলিশের আরও সক্রিয় হয়ে পদক্ষেপ করা উচিত বলেই মনে করছেন পরিবেশবিদরা।

কলকাতা পুলিশের অ্যান্টি পলিউশন সেলের তথ্য অনুযায়ী ২০১৯ ও ২০ সালে যথাক্রমে ৮০ ও ৫৩ লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছিল। সবচেয়ে বেশি জরিমানা দেয়া হয়েছে ২০২১ সালে। ওই বছর প্রায় এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও দূষণ বিধি লঙ্ঘন করার দায়ে এই জরিমানা করা হয়েছে। যদিও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল জাতীয় পরিবেশ আদালতে। গত মাসে একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে শব্দ দূষণ নিয়ে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে আগামী দু মাসের মধ্যে সেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় পরিবেশ আদালত। আদালতের নির্দেশ ছিল শব্দ মাপার জন্য নয়েজ পলিউশন মনিটরিং স্টেশন তৈরি করতে হবে। তাছাড়া প্রতিটি থানায় টাস্ক ফোর্স তৈরি করে একজন পুলিশকর্মীকে নোডাল অফিসার করার নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশ কতটা কার্যকরী হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। একইসঙ্গে পরিবেশকর্মী সুভাষ দত্তের মতে, পুলিশ ঠিক মতো কাজ করলে বারবার আদালতকে এই নির্দেশ দিতে হতো না।

প্রসঙ্গত, গত তিন বছরে পুলিশের তরফে এই পরিমাণ জরিমানা আদায় করা হলেও তাতে অনেক গাফিলতি রয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিবেশ বিধি এবং দূষণ বিধি লঙ্ঘন করার দায়ে প্রায় সাড়ে ৬ লক্ষ মামলা রুজু হয়েছে। তবে পরিবেশবিদরা জানাচ্ছেন, এরকম অনেক ঘটনা আছে যেগুলি পুলিশ নথিভুক্ত করেনি। তাই সেগুলি নজরে আসছে না। এ নিয়ে পুলিশকে আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন পরিবেশ।

বন্ধ করুন