কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় পুলিশকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, শংকর চট্টোপাধ্যায় নামে ওই পুলিশকর্মীকে পিটিয়ে খুন করেছেন তাঁর স্ত্রী ও ছেলে। তাঁদের শাস্তির দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শংকরবাবু কলকাতা পুলিশের ASI পদে কর্মরত ছিলেন। আলিপুর থানায় পোস্টিং ছিল তাঁর। বেশ কিছুদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন শংকরবাবু। ঠিক মতো হাঁটাচলা করতে পারতেন না। বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে চিকিৎসা চলছিল তাঁর। স্থানীয়দের অভিযোগ, শংকরবাবুর ওপর নির্মম অত্যাচার করতেন তাঁর স্ত্রী ও ছেলে। যখন তখন মারধর করতেন তাঁকে। এমনকী তাঁকে রাস্তায় ফেলেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার সকালে পরিবারের তরফে স্থানীয়দের জানানো হয় শংকরবাবুর মৃত্যু হয়েছে। এর পরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, শংকরবাবুর মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে খুন করেছেন স্ত্রী ও ছেলে। শংকরবাবুর মৃত্যুর তদন্তের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের দাবি দেহ ময়নাতদন্ত করিয়ে মৃত্যুর প্রকৃত কারণ বার করতে হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন মৃতের স্ত্রী। তাঁর দাবি, অসুস্থতার জেরেই রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে শংকরবাবুর।