
Amit Shah: এই আমলে বাংলায় রাজনৈতিক হিংসা বেশি হচ্ছে: অমিত শাহ
১ মিনিটে পড়ুন . Updated: 06 May 2022, 07:06 PM IST- গত বিধানসভা ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনার সিবিআই তদন্তও শুরু হয়েছে।
বাংলায় রাজনৈতিক হিংসা নিয়ে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাম আমলের সঙ্গে তৃণমূল সরকারের আমলের তুলনা টেনে অমিত শাহ অভিযোগ করেন, ‘বাম আমলে রাজনৈতিক হিংসা হয়েছে। কিন্তু এই আমলে বেশি হচ্ছে।’
২ দিনব্যাপী বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শাহের সফর চলাকালীন শুক্রবার কাশীপুরে অর্জুন চৌরাসিয়া নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে। শুক্রবার সকালেই এলাকায় গিয়ে পৌঁছন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা। দুপুরে সেখানে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বিধানসভা ভোটের পর থেকে যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে সরব হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ‘বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আবার এই রাজনীতিকে ভয়ও পায় না। গোটা বাংলায় যেখানেই যান, সেখানে রাজনৈতিক প্রতিশোধের হত্যা চলছে। বিরোধীদের খুন করা হচ্ছে। বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। ভয়ের আবহ তৈরির জন্য এই কাজ হচ্ছে।’
গত বিধানসভা ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। ইতিমধ্যে এই ঘটনার সিবিআই তদন্তও শুরু হয়েছে। বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠন রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে অভিযোগও জানিয়েছে। কিছুদিন আগে সংসদে বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে রাজনৈতিক হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, বাংলায় এলে প্রাণ চলে যেতে পারে। অবশ্য শাহ বঙ্গ সফরে আসার পর তাঁর ওই বক্তব্যের বিরোধিতা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।