উৎসবের মরশুম চলছে। বড়দিনে দলে দলে মানুষ উৎসবের আবহে গা ভাসিয়েছিলেন। তবে এবার প্রশ্ন উঠছিল ডিসেম্বরে কলকাতায় দূষণের মাত্রা কেমন থাকবে? তবে একেবারেই হতাশার খবর নয়। কলকাতায় গত কয়েকবছরের তুলনায় দূষণের মাত্রা অনেকটাই কম।
অনেকেই এই ডিসেম্বরের কম দূষণের জন্য আবহাওয়া ও প্রশাসনের তৎপরতাকে ক্রেডিট দিতে চাইছেন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তরফে গত পাঁচ বছরে কলকাতায় দূষণের মাত্রা কেমন ছিল সেটা জানা গিয়েছে। সেখানে বলা হচ্ছে AQI( 101-200) এই মাত্রা ২০২৪ সালে ক্রমশ বেড়েছে। তবে পুওর হিসাবে স্বীকৃত একিউআই( ২০১-৩০০) , ভেরি পুওর (৩০১-৪০০) এই দূষণের মাত্রার যে দিন সংখ্য়া তা ক্রমশ কমেছে।
সবথেকে আশার কথা হল, ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটিও ভেরি পুওর দিন নেই। এমনকী দূষণের কথা বললেই সবার আগে যে জায়গার নাম উঠে আসে সেটা হল কলকাতার বালিগঞ্জ। সেই জায়গায় ১২টি পুওর দিন রয়েছে। সেখানে এবার একটিও ভেরি পুওর দিন( very poor days) নেই। খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে।
এককথায় কলকাতার জন্য় অত্যন্ত আশার খবর। ২০২৩ সালের ডিসেম্বর মাসে একটি পুওর ডে ছিল। ২০২২ সালের ডিসেম্বর মাসে ছিল ২০টি এমন দিন ছিল। আর ২০২০ সালে তো ভয়াবহ। সেবার সাতটি ভয়াবহ একিউআই দিন ছিল( ৪০১-৫০০)।
তবে ২০১৯ সালের আগে এমন দিন প্রায়শই আসত। দূষণ ছিল মাত্রাছাড়া। এমনকী দিল্লির দূষণের সঙ্গেও তুলনা করা হত একটা সময়। তবে এবার কেন দূষণ কমল তার পেছনে একাধিক কারণ রয়েছে। তার মধ্য়ে অন্য়তম হল এবার ঠান্ডা তুলনায় কিছুটা কম। সেই সঙ্গে হালকা বৃষ্টি হয়েছে। বাতাস সেভাবে দ্রুতগতিতে বয়ে যায়নি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পুরসভাও এনিয়ে পদক্ষেপ নিয়েছে।
এদিকে গত নভেম্বর মাসে অবশ্য় কলকাতায় দূষণ নিয়ে কিছুটা উদ্বেগ ছিল। তখন কার্যত দিল্লির সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছিল কলকাতা। তবে ডিসেম্বরে সেই পরিস্থিতি আর নেই।
গত ২রা নভেম্বর। বালিগঞ্জ এলাকায় বায়ু দূষণের সূচক ছিল ৩০০। আর সেদিন দিল্লিতে বায়ু দূষণের সূচক ছিল ৩১৬। আর একটু হলেই দিল্লিকে ছুঁয়ে ফেলত বালিগঞ্জ। এখানেই শেষ নয়, ১লা নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্বভারতী সংলগ্ন এলাকায় দূষণের সূচক ছিল ৩১০। সেদিন দিল্লির বায়ুদূষণের সূচক গিয়েছিল ৩৩৯তে।
সেক্ষেত্রে বালিগঞ্জে ছিল একেবারে ৩০০। আর ১লা নভেম্বর রবীন্দ্রভারতী বিশ্বভারতী সংলগ্ন এলাকায় দূষণের সূচক ছিল ৩১০।