বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'চোর তাড়াও, বেহালা বাঁচাও,'পোস্টারে ছয়লাপ, পার্থর নাম না করে ছড়া বলছেন কারা?

'চোর তাড়াও, বেহালা বাঁচাও,'পোস্টারে ছয়লাপ, পার্থর নাম না করে ছড়া বলছেন কারা?

পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস এবং পিটিআই ফাইল)

বারই প্রথম নয়, এর আগে একেবারে আটপৌরে সাধারণ মানুষ পার্থকে লক্ষ্য করে স্লোগান তুলেছিলেন চোর চোর বলে। এতে অস্বস্তিতে পড়েছেন পার্থ। কিন্তু তবুও সাধারণ মানুষ থামেননি। পার্থ, মানিককে নিশানা করে রব উঠছে চোর চোর।

চোর তাড়াও, বেহালা বাঁচাও। একের পর এক পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। পোস্টারে লেখা চোর তাড়াও বেহালা বাঁচাও। তার নীচে ছড়া কেটে লেখা, পরিষেবা কোথায় পাই। এলাকায় বিধায়ক নাই, চোর বিধায়কের পদত্যাগ চাই। তবে এই পোস্টার একেবারেই বেনামী নয়। পোস্টারের নীচে জ্বল জ্বল করে লেখা রয়েছে সিপিএম। এটা দেখে সাধারণ মানুষ মোটামুটি এটা বুঝে গিয়েছেন পশ্চিম বেহালার বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করেই এবার ময়দানে নেমেছে সিপিএম।

এলাকার বিভিন্ন অংশে এই ধরনের পোস্টার পড়েছে। পশ্চিম বেহালার বিধায়ক হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কার্যত তাকে নিশানা করে এবার লিখিতভাবে চোর বলে কটাক্ষ করছে সিপিএম। তবে এবারই প্রথম নয়, এর আগে একেবারে আটপৌরে সাধারণ মানুষ পার্থকে লক্ষ্য করে স্লোগান তুলেছিলেন চোর চোর বলে। এতে অস্বস্তিতে পড়েছেন পার্থ। কিন্তু তবুও সাধারণ মানুষ থামেননি। পার্থ, মানিককে নিশানা করে রব উঠছে চোর চোর।

গত জুলাই মাস থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। এই বিপুল টাকা দেখে হতবাক হয়েছেন বঙ্গবাসী। অভিযোগ উঠেছে এই টাকা আসলে চাকরি চুরির টাকা। তবে পার্থ অবশ্য় সেই দাবি মানতে চায়নি। নানাভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে তারপরেও একের পর এক তৃণমূলের নেতারা ধরা পড়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়।

কিন্তু এবার প্রশ্ন উঠছে পার্থ দীর্ঘদিন ধরে জেলে। তার বিধানসভা এলাকা ঠিক কীভাবে চলছে? সাধারণ মানুষ কী আদৌ তাকে মেনে নেবেন আর কোনওদিন? আর এই জায়গাটিই ধরতে চেয়েছেন সিপিএম নেতৃত্ব। পার্থ চট্টোেপাধ্য়ায়ের বিরুদ্ধে ওঠা কেলেঙ্কারির অভিযোগকে সামনে এনে তাকে একেবারে তুলোধোনা করতে তিনি উঠে পড়ে লেগেছেন। তবে ওই পোস্টারে কোথাও সরাসরি পার্থর নাম উল্লেখ করা নেই। কিন্তু অনেকেই দুয়ে দুয়ে চার করতে পারছেন। অনেকেই বুঝতে পারছেন আসলে পার্থকেই পোস্টারের মাধ্যমে নিশানা করছে সিপিএম।

সূত্রের খবর, এপ্রিল মাসে স্থানীয় এলাকায় নানা ধরনের প্রচার কর্মসূচি পালন করবেন বামেরা। মূলত নিয়োগ দুর্নীতির নানা দিক তাঁরা নাটকে, গানের মাধ্যমে তুলে আনতে চাইছেন। মূলত তৃণমূলের দুর্নীতিকে সামনে এনে ঘর গোছানোর উদ্যোগ বামেদের। মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

 

বন্ধ করুন