বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌পিকে’র টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হটাও’‌, শহরের রাজপথে পড়ল পোস্টার

‘‌পিকে’র টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হটাও’‌, শহরের রাজপথে পড়ল পোস্টার

অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়।

আজ, সোমবার উত্তর কলকাতার একাধিক জায়গায় অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়।

বনগাঁ লোকালে তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছিল। দলের অন্দরে তাঁকে কেন্দ্র করে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে দুটি গোষ্ঠী। তাঁর পদত্যাগ নিয়ে পর্যন্ত আওয়াজ ওঠে। এবার খাস কলকাতার একাধিক জায়গায় পড়ল তাঁর বিরুদ্ধে পোস্টার। হ্যাঁ, তিনি বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে চলে যাচ্ছে দলের একটা বড় অংশ বলে মনে করা হচ্ছে।

কী লেখা ছিল ওই পোস্টারে?‌ আজ, সোমবার উত্তর কলকাতার একাধিক জায়গায় অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার দেখা যায়। এমনকী বিজেপির রাজ্য দফতর, শ্যামবাজার এবং সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায়ও পোস্টার পড়ে। সেখানে লেখা রয়েছে, ‘‌পিকে’র টিমের দালাল অমিতাভ চক্রবর্তী হটাও। বিজেপি বাঁচাও।’‌ পোস্টারের শেষে লেখা, সারা রাজ্যের বিজেপি বাঁচাও কর্মী এক হও।

উল্লেখ্য, একটি অনলাইন বৈঠকে অমিতাভ চক্রবর্তীকে বলতে শোনা গিয়েছিল, পিকে’‌র টিমের এক সদস্য তাঁকে ফোনে বলেছে, দলের সংগঠন পোক্ত আছে। কিছু পরিবর্তন সেখানে প্রয়োজন। তাতেই চাঙ্গা হবে রাজ্য বিজেপি। এই কথা বলার সঙ্গে সঙ্গে অভিতাভর বিরুদ্ধে তৈরি হয়ে যায় গোষ্ঠী। তাঁরাই এই পোস্টার কাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই সংগঠনের ‘একজন’ দলের ক্ষতি করার চেষ্টা করছেন বলে সোচ্চার হয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এই ‘একজন’ কে তা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না। তারপর থেকেই নানা জায়গায় পোস্টার পড়তে শুরু করেছে। বনগাঁ লোকাল থেকে কলকাতার রাজপথ এখন অভিতাভের পোস্টারে ছয়লাপ। পরে অবশ্য বিজেপির পক্ষ থেকে তা সরিয়ে নেওয়া হয়।

বন্ধ করুন