মুখ্যমন্ত্রীর দফতরকে না জানিয়ে বাংলার আলু ভিন রাজ্যে পাঠানো হচ্ছিল। তাই বাংলার বাজারে হু হু করে দাম বাড়ছে আলু–পেঁয়াজের। আলু রফতানি হচ্ছিল ভিন রাজ্যে। তা থেকে মোটা টাকা আয় করছিলেন ব্যবসায়ীরা। এই অভিযোগ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তড়িঘড়ি হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রফতানি নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরই আজ, শুক্রবার নবান্নে বৈঠক বসে টাস্কফোর্স। মুখ্যসচিবের সঙ্গে এই বৈঠক হয়। আর তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ থাকবে।
আলু রফতানি বন্ধ থাকলে কি দাম কমবে? নবান্ন সূত্রে খবর, বাংলার চাষ করা আলু ভিন রাজ্যে পাঠাতে না পারলে এই রাজ্যেই বিক্রি করতে হবে। ফলন ভালই হয়েছে। তাই বাড়তি দাম চাইলে তা পড়ে থেকে পচে যাবে। হিমঘরে ৩০ নভেম্বর তারিখের পর আর আলু রাখা যাবে না। সেক্ষেত্রে অনেকটা দাম কমবে বলে মনে করা হচ্ছে। কেন তাঁকে না জানিয়ে আলু রফতানি হচ্ছে? এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই প্রক্রিয়ায় রাশ টানতে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে। আর তাঁর নির্দেশ পেয়ে আজ তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে রফতানি আপাতত বন্ধ করা হল। তাতে খানিকটা দাম কমার আশায় ক্রেতারা।
আরও পড়ুন: ‘সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে’, পুলিশ কর্মীদের হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ
শাক–সবজি থেকে আলু–পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত মানুষজনের। বারবার বলা সত্ত্বেও আলু–পেঁয়াজের দাম কমানো হচ্ছিল না। বাজারে ৩৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এই আবহে মুখ্যমন্ত্রী সুর সপ্তমে চড়িয়ে বলেছেন, ‘বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লুটবে এটা বরদাস্ত করব না।’ তারপরই আলু–পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে দ্রুত টাস্কফোর্সের বৈঠক ডাকার নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অবিলম্বে সীমান্ত সিল করার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া আজ সকাল থেকেই বাজারে হানা দেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। সেখানে গিয়ে সব জিনিসের দাম লিখে নেওয়া হয়। তখন দেখা যায়, আলুর দাম আগের মতোই চড়া রয়েছে। পেঁয়াজের দাম সেঞ্চুরির পথে। সেটা আজকের বৈঠকে তুলে ধরা হয়। তারপরই নবান্নের ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ থাকবে। আর বাজারগুলিতে যে অভিযান চলছে সেটা জারি থাকবে। সেখানে সবরকম সাহায্য করবে লোকাল থানা। নবান্নের বৈঠক শেষ হওয়ার পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে গোটা বিষয়টি জানিয়েছেন।