নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার দালাল প্রদীপ সিংয়ের বিধাননগরের অফিসে পৌঁছল সিবিআই। চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে বুধবার প্রদীপ সিংকে গ্রেফতার করে সিবিআই। বৃহস্পতিবার বিধাননগরের GD 253 নম্বর বাড়িতে তাঁর দফতরে হানা দেন গোয়েন্দারা। সেখানে গিয়ে দেখা যায়, তারের কারবারের আড়ালে চাকরির দালালি করছিলেন তিনি।
নিউটাউনের বাসিন্দা প্রদীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, নবম – দশমে শিক্ষকের চাকরি দেবেন বলে বহু যুবক যুবতীর কাছ থেকে টাকা তুলেছেন তিনি। তার মধ্যে কয়েকজনের চাকরিও হয়েছে। তবে কি চাকরির কারবারিদের ঠিকানা জানতেন প্রদীপ সিং। সেকথা জানতেই তাঁকে হেফাজতে নিয়েছেন সিবিআই।
খোঁজ নেই মানিক ভট্টাচার্যের, নাগালে পেতে আদালতে যেতে পারে ED
জেরায় প্রদীপ সিং জানিয়েছেন, ওই সংস্থায় কাজ করত সে। তবে গোয়েন্দাদের অনুমান, সংস্থায় মালিকানা রয়েছে তার। এদিন বেলা ১২টা নাগাদ বিধাননগরের GD 253 নম্বর বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দরজা বন্ধ করে শুরু করেন তল্লাশি। জিজ্ঞাসাবাদ চলছে সংস্থার অন্য কর্মীদেরও।
ওদিকে এদিন প্রদীপ সিংকে আদালতে পেশ করেছে সিবিআই। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। এদিন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, তিনি নিয়োগ দুর্নীতিতে যুক্ত কি না? কোনও মন্ত্রী বা আধিকারিকের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে কি না। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দেননি প্রদীপ।