তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার পুরনো দল কংগ্রেসে ফিরতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এই খবর ইতিমধ্যেই চলে এসেছে বিধান ভবনে। আর তা নিয়ে রাজ্য–রাজনীতির আঙিনায় শুরু হয়েছে তুমুল চর্চা। কারণ এই কংগ্রেস ত্যাগ করেছিলেন অভিজিৎ ২০২১ সালের ৫ জুলাই। তখন পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অভিজিৎ। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। কিন্তু অভিজিৎ মুখোপাধ্যায়ের কোনও উন্নতি ঘটেনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল তাঁর কি কোনও উন্নতি ঘটাবে? উঠছে প্রশ্ন।
এদিকে কংগ্রেস সূত্রে খবর, বুধবার কংগ্রেসে ফিরতে চলেছেন অভিজিৎ। সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে তা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে খবর এসেছে। প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে বিধান ভবনে আবার যোগ দেবেন প্রণব–পুত্র। যদিও অভিজিৎ মুখোপাধ্যায় এই ‘ঘরওয়াপসি’ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। দিল্লি কংগ্রেস প্রণব–পুত্রের এই যোগদানের বার্তা প্রদেশ কংগ্রেস দফতরে পাঠিয়ে দিয়েছে। যা নিয়ে এখন প্রস্তুতি তুঙ্গে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে খুব ভাল সম্পর্ক অভিজিতের। অধীর চৌধুরী, শুভঙ্কর সরকারের মতো হেভিওয়েট নেতারা এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন। সেখানে অভিজিতের বক্তব্য এখন কেমন হয় সেটাই দেখার।
আরও পড়ুন: ‘সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই এলপিজি সিলিন্ডারে রান্না হবে’, বালুরঘাটের ঘটনায় ঘোষণা শশীর
অন্যদিকে ২০১২ সালে জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতেছিলেন অভিজিৎ। আর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পুনরায় জিতে সাংসদ হন অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমানের কাছে হেরে যান অভিজিৎবাবু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে বিজেপির অশ্বমেধের ঘোড়া রুখে দেন। তা দেখেই তখন তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন প্রণব–পুত্র। তবে তাতে বিশেষ লাভ হয়নি। সক্রিয় হয়ে উঠতেও দেখা যায়নি। ফলে মোহভঙ্গ হয় তাঁর। এই পরিস্থিতিতে আবার কংগ্রেসে ফিরতে চান তিনি।
এছাড়া কিছুদিন আগে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তারপরই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন। ২০২৬ সালে কংগ্রেস অভিজিৎ মুখোপাধ্যায়কে বিধানসভার টিকিট দেবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তাহলে কেন আবার কংগ্রেসে যাচ্ছেন অভিজিৎ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, কংগ্রেস অন্য কোনও রাজ্য থেকে অভিজিৎ মুখোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাতে পারেন। তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন দেখার সমীকরণ কেমন বদলায়।