সম্প্রতি বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়া নিয়ে নিজের অভিমানের কথা জানিয়েছিলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এনিয়ে জোর হইচই পড়ে গিয়েছিল দলের অন্দরে। এবার সেই তাপস চট্টোপাধ্যায়কে দরাজ হাতে সার্টিফিকেট দিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাপস চট্টোপাধ্যায়ের মতো বড় নেতা ওই এলাকায় নেই বলেও তিনি মন্তব্য করেন।
রাজারহাটে কালীপুজোর অনুষ্ঠানে এসে তাপস চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন প্রসূন। তাঁকে এলাকার বড়় নেতা বলেও ঘোষণা করে দেন। ঠিক কী বলেছেন তিনি?
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, তাপসবাবু আপনি চিন্তা করবেন না, দুঃখ পাবেন না। তৃণমূল কংগ্রেসের হয়ে আমি বলছি,আপনি চালিয়ে যান। আপনার চেয়ে বড় নেতা নিউটাউন থেকে আরম্ভ করে, সল্টলেক থেকে আরম্ভ করে কোথাও নেই। আপনিই শ্রেষ্ঠ নেতা। আমার কাছে আপনিই শ্রেষ্ঠ নেতা। তাপস চ্যাটার্জিকে সামনে জানিয়ে বলি, কেউ যদি দুঃখ দেয় তবে অনেক দুঃখ পাবে। কে দাদাগিরি করছে শুনব না। আরও এগিয়ে যান তাপস চট্টোপাধ্য়ায়। কিচ্ছু যায় আসে না। কি হল না হল। কে ডাকল না ডাকল কথা নেই। এমনকী অন্যের খারাপের দায় নেওয়া হবে না বলেও কার্যত ইঙ্গিত দেন তিনি।
এর আগেও দলের একাংশের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার প্রাক্তন বাম নেতার পাশে দাঁড়িয়ে নজির তৈরি করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর এই দরাজ হাতে সার্টিফিকেট বিলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয়স্তরে চর্চা শুরু হয়েছে।