দিন কয়েক আগেই বিধানসভায় মুখ্য়মন্ত্রীর সঙ্গে সৌজন্যের রাজনীতি করেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই শুভেন্দুকেই একেবারে বেলাগাম আক্রমণ তৃণমূলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের। শুভেন্দুর চেহারা নিয়েই প্রশ্ন তুলে দিলেন তৃণমূল সাংসদ। ঠিক কী বলেছেন তিনি?
তিনি বালিতে একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শুভেন্দুর কী সুন্দর চেহারা ছিল। এখন একটা হনুমানের মতো হ্যাও হ্যাও হ্যাও হ্যাও করছে। কী রে ভাই! কী সুন্দর দেখতে ছিল। দিদির কাছে থাকো। ভালো খানা খাবে। ভালো থাকবে। আশীর্বাদ পাবে। দিদিকে প্রণাম করেছ কাল। আর আজকেই দেখছি কী সুন্দর লাগছে তোমার চেহারাটা। এভাবে কার্যত শুভেন্দুর চেহারা নিয়ে কুকথা এবার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে।
এবার তা নিয়ে জবাবও দিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, আসলে হারের জ্বালাটা ভুলতে পারছে না তৃণমূল। আরও দুর্নীতির কথা সামনে আনব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কয়লাকে যতই ধোয়া হোক রঙের বদল হয় না। তৃণমূল যারাই যান তাঁদেরই ঠিক সেই অবস্থাই হয়।
এদিকে রাজনৈতিক মহলের মতে, এর আগে মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে কটূ মন্তব্য করেছিলেন। এনিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। এবার শুভেন্দুর চেহারা নিয়ে কুকথা বলে নতুন করে বিতর্কের জন্ম দিলেন তৃণমূল সাংসদ।