বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Presidency University: প্রেসিডেন্সির ক্যান্টিনে বহু জিনিস আটকে ‘প্রমোদদার’, ফেরাতে নারাজ কর্তৃপক্ষ

Presidency University: প্রেসিডেন্সির ক্যান্টিনে বহু জিনিস আটকে ‘প্রমোদদার’, ফেরাতে নারাজ কর্তৃপক্ষ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

ওই ক্যান্টিনে প্রমোদ সাঁইয়ের কেনা জিনিসের মধ্যে রয়েছে পাঁচটি ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, তিনটি হাই পাওয়ার গ্যাস ওভেন, এছাড়াও রয়েছে বাসন-কোসন। সবমিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস রয়েছে বলে তাঁর দাবি। ওই জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ দেখায়নি কর্তৃপক্ষ।

পাঁচ বছর আগে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উৎখাত করেছিল ‘আইকনিক’ ক্যান্টিন পরিচালক প্রমোদ সাঁইকে। প্রমোদদা’র ক্যান্টিন নামেই জনপ্রিয় ছিল সেই ক্যান্টিন। কিন্তু পাঁচ বছর সময় কেটে যাওয়ার পরেও তবে ক্যান্টিনের জিনিসপত্র তাঁকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি সেগুলি ফেরত চাইতে গেল তাঁকে ক্যাম্পাসের ভিতরে পা রাখতে দেওয়া হয়নি। বারবার নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।

ওই ক্যান্টিনে প্রমোদ সাঁইয়ের কেনা জিনিসের মধ্যে রয়েছে পাঁচটি ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, তিনটি হাই পাওয়ার গ্যাস ওভেন, এছাড়াও রয়েছে বাসন-কোসন। সবমিলিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার জিনিস রয়েছে বলে তাঁর দাবি। কিন্তু তাঁকে জোর করে উৎখাত করা হলেও তাঁর জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনও উদ্যোগ দেখায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রমোদের বক্তব্য, তিনি এখন গ্রামে চলে গিয়েছেন। ফলে এই জিনিসপত্রগুলি পেলে আবার পুনরায় তিনি নতুন করে কাজ শুরু করতে পারবেন। তা না হলে বার্ধক্যের জন্য অর্থসংস্থান করতে পারবেন। এ নিয়ে প্রাক্তনী থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 'প্রমোদদা’র কেনা জিনিসপত্র ফেরাতে সেরকম ভাবে উদ্যোগ দেখাচ্ছে না।

প্রমোদ বলেন, ‘৪০ বছর ধরে প্রেসিডেন্সিতে ক্যান্টিন চালিয়েছি। তখন প্রেসিডেন্সিই আমার কাছে সবকিছু মনে হত। কিন্তু, এখন প্রেসিডেন্সিতে গেলেই গেট থেকে কুকুরের মত তাড়িয়ে দেওয়া হয়।’ যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রেসিডেন্সির এক কর্তা জানান, তাঁরা এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। তবে উনি ৪০ বছর ধরে প্রেসিডেন্সিতে ক্যান্টিন চালিয়ে অনেক কিছুই পেয়েছেন। তাই বিশ্ববিদ্যালয় থেকে তার চাওয়ার আর কোনও নৈতিক অধিকার নেই।’ প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়ের প্রমোদের জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

বন্ধ করুন