বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নতুন সিসি ক্যামেরা বসছে প্রেসিডেন্সি সংশোধনাগারে, হঠাৎ কেন এমন ব্যবস্থা?

নতুন সিসি ক্যামেরা বসছে প্রেসিডেন্সি সংশোধনাগারে, হঠাৎ কেন এমন ব্যবস্থা?

পার্থ চট্টোপাধ্যায়।

জঙ্গি মুসার রোষানলে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাতে তাঁর আঘাতও লেগেছিল। তখনই নড়েচড়ে বসে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তার উপর কয়েকজন বন্দি টিপ্পনি কেটে বলতে শুরু করে, মোটকা দা ভাল আছেন?‌ মটু চাকরি দিবি?‌ এসবে বিরক্তবোধ করে নালিশও করেন পার্থ চট্টোপাধ্যায়। নতুন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্সি জেলে এমনিতেই কড়া নিরাপত্তা রয়েছে। তার মধ্যে এবার সেখানে নতুন করে সিসি ক্যামেরা বসানোর তোড়জোড় শুরু হয়েছে। তাই অনেকের মনেই প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন ব্যবস্থা করা হচ্ছে?‌ তাহলে কি নতুন অতিথি আসছেন?‌ এই জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাহলে তাঁর নিরাপত্তা কি বাড়ানো হচ্ছে?‌ এমন সব গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও জেল কর্তৃপক্ষ এই নিয়ে বিশেষ কিছু বলতে আগ্রহ দেখাচ্ছেন না। ফলে আরও জল্পনার জন্ম হচ্ছে। খরচ করে সিসি ক্যামেরা বসানোর পিছনে একটা কারণ তো আছেই।

কেন হঠাৎ বসছে নতুন সিসি ক্যামেরা?‌ একটি সূত্র জানাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এখন প্রেসিডেন্সি জেলে বন্দি। আর এই প্রেসিডেন্সি জেলে কাজ করছে না বহু সিসি ক্যামেরা। এই সংশোধনাগারে মার্কিন তথ্যকেন্দ্রে হামলার অন্যতম অভিযুক্ত আফতাব আনসারি, কুখ্যাত জঙ্গি মুসার মতো দুষ্কৃতীরাও আছে। তার মধ্যে জেলের ভিতর থেকে মোবাইল উদ্ধার প্রায়ই হচ্ছে। এমনকী সেলের ভিতরে নেশার সামগ্রীও চলে আসছে। কড়া প্রহরার মধ্যেও এমন ঘটনায় ঘুম উড়ে গিয়েছে জেলারের। তাই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নতুন করে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

আর কী কোনও কারণ আছে?‌ শিক্ষক নিয়োগ দুর্নীতি–সহ চিটফান্ড মামলায় অভিযুক্ত কয়েকজন রয়েছে প্রেসিডেন্সি জেলে। পার্থ চট্টোপাধ্যায় এখানে আসার পর তাঁর সেলের বাইরে সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু প্রেসিডেন্সি জেলের অনেকগুলি ক্যামেরাই ভাঙা। আবার কাজ করে না এমন ক্যামেরাও আছে। সরকারিভাবে ভিআইপি বন্দির তকমা না পেলেও প্রাক্তন মন্ত্রী হিসেবে বাড়তি নিরাপত্তা পান পার্থ। সেলের বাইরে তাঁর নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা রয়েছে বলে সূত্রের খবর। নামপ্রকাশে অনিচ্ছুক এক কারারক্ষী বলেন, ‘প্রেসিডেন্সিতে কঠোর নজরদারিতে বন্দিদের রাখা হয়েছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি সিসি ক্যামেরা কাজ করছে না। তাই নতুন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আর কী জানা যাচ্ছে?‌ কিছুদিন আগে জঙ্গি মুসার রোষানলে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাতে তাঁর আঘাতও লেগেছিল। তখন থেকেই নড়েচড়ে বসে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তার উপর কয়েকজন বন্দি টিপ্পনি কেটে বলতে শুরু করে, মোটকা দা ভাল আছেন?‌ এই মটু চাকরি দিবি?‌ এসবে বিরক্তবোধ করে নালিশও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্সির পাঁচিল থেকে গোটা ক্যাম্পাস কভার করতে প্রায় ১০০ ক্যামেরা বসানোর পরিকল্পনা হয়েছে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্তদফতরকে। নবান্ন সূত্রে খবর, অভিজ্ঞ আইটি সংস্থাকে এই কাজের বরাত দেওয়া হবে। জুলাই মাসের মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ করবে কারাদফতর।‌

বাংলার মুখ খবর

Latest News

আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.