প্রশ্ন উঠেছিল, দ্রৌপদী মুর্মু জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলে যশবন্ত সিনহা পাবে না কেন? দু’জনেই রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল নিয়ে শোরগোল ফেলছিলেন বিরোধীরা। আজ, শুক্রবার অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির প্রার্থী যশবন্ত সিন্হাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। আগেই এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল।
ঠিক কী ঘটেছে বিরোধী প্রার্থীর সঙ্গে? এনডিএ প্রার্থীকে আগে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। যা দেওয়া হয়নি বিরোধীদের প্রার্থীকে। এই নিয়ে প্রশ্ন উঠতেই আজ যশবন্ত সিন্হাকে জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে ১৮ বিরোধী দলের প্রার্থী হয়েছেন যশবন্ত সিন্হা। তাঁকে ট্যুইটে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথাগত রায়। যদিও যশবন্ত সিনহা সংবাদমাধ্যমে দাবি করেছেন, বিজেপির ভোটও তিনি পাবেন। ইতিমধ্যেই এনডিএ প্রার্থী বিরোধী শীর্ষ নেতাদের ফোন করেছিলেন বলে সূত্রের খবর।
কী টুইট করেছেন দেবাংশু? এই বিষয়টি নিয়ে ট্যুইটে প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইটে লেখেন, ‘রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাল। কিন্তু যশবন্ত সিন্হার ক্ষেত্রে কী হবে? তিনিও বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?’ এবার দেরীতে হলেও জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন তিনি।