রাজ্য সরকারের টাস্ক ফোর্সের নিয়মিত ধরপাকড়ে সবজি থেকে শুরু করে আনাজের দাম নামতে শুরু করেছিল। কিন্তু এখন আবার তা উর্দ্ধমুখী হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বাজারে এখন শাক–সবজি থেকে আনাজ এবং মাছ মাংসের দাম বেশ চড়তে শুরু করেছে। নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন টানা বৃষ্টি শুরু হয়েছে। তার উপর ডিভিসি জল ছাড়ার দরুণ বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামবাংলায়। বর্ষণের জেরেই বেড়েছে বিভিন্ন সবজির দাম বলে বিক্রেতাদের দাবি। তাই গৃহস্থরা বাজারে গিয়ে বেদম ছ্যাঁকা খাচ্ছেন।
এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কেজি প্রতি পেঁয়াজের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। সামনে উত্সবের মরশুমে। তখন যদি পেঁয়াজ সেঞ্চুরি অতিক্রম করে তাহলে নাভিশ্বাস উঠবে আমজনতার। এই কারণে বানভাসী পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বাজারে যে দাম সবজির ও আনাজের হয়েছে তাতে তাতে হাত পুড়তে শুরু করেছে। রোজ পকেটে চাপ বাড়ছে আমজনতার। চোখে জল আসছে আনাজের ক্রমাগত মূল্যবৃদ্ধির ঝাঁঝে। পেঁয়াজের দাম বেড়ে এবার দাঁড়াল ৮০ টাকা প্রতি কেজি। সেটা অন্যান্য জায়গায় ৯০ টাকারও বেশি। সুতরাং ভরসা রাখতে হচ্ছে সুফল বাংলার উপর।
আরও পড়ুন: স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী?
অন্যদিকে দুর্গাপুজোর আগে শহর এবং গ্রামবাংলায় একাধিক সুফল বাংলার স্টল খোলা হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে আলুর দাম উর্দ্ধমুখীই রয়েছে। জ্যোতি আলু ৩২ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি। আর কোথাও কোথাও ৪৫ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৬০ টাকা, কুমড়ো ৪০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, ফুলকপি ৭০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা কেজি এবং টম্যাটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুতরাং জনগণের ক্রয় ক্ষমতা কমতে শুরু করেছে।
এছাড়া বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলায়। বাইরে থেকে সবজির জোগান কমছে এবং বর্ষার জন্য চাষেরও ক্ষতি হচ্ছে। ফলে বাজারদর আগুন হয়েছে। পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। মধ্যবিত্ত সাধারণ মানুষের কপালে আবার চিন্তার ভাঁজ পড়েছে। প্রায় সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেছে পেঁয়াজের দাম। দক্ষিণ কলকাতার নানা বাজারের মধ্যে যদুবাবুর বাজার, লেক মার্কেট, গড়িয়াহাট এবং বালিগঞ্জ বাজার–সহ গুরুত্বপূর্ণ বাজারগুলিতে পেঁয়াজের দাম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। তাই উৎসবের মরসুমের আগে পেঁয়াজের দাম ভাবাচ্ছে ক্রেতা–বিক্রেতা উভয়কেই।