নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত প্রাথমিক টেট। এমনই দাবি করে নিজের পিঠ চাপড়ালেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। সঙ্গে জানালেন খুব দ্রুত ফল প্রকাশের জন্য উদ্যোগী হবেন তিনি। সঙ্গে তিনি জানিয়েছেন, দ্রুত আদর্শ উত্তরপত্র প্রকাশ করবে সংসদ।
রবিবার ছিল রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য আবশ্যিক যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতির নিয়ে রাজ্যজোড়া তোলপাড়ের মধ্যেই দুর্গাপুজোর সময় প্রাথমিক টেট আয়োজনের কথা ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা সংসদের নবনিযুক্ত সভাপতি গৌতম পাল। এতদিন যেভাবে দুর্নীতি হয়েছে তার পর পরীক্ষা কতটা অবাধে হবে তা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই।
রবিবার বিকেলে পরীক্ষা শেষে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, আমি ৩০ বছরের শিক্ষা প্রকাশকের জীবনে এত স্বচ্ছ্ব পরীক্ষা দেখিনি। কারও কোনও সমস্যা হয়ে থাকলে তার জন্য দায়ী আমি। তিনি জানান, এবার ৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে ১০,৬০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন। তিনি বলেন, ‘সংসদ দ্রুত আদর্শ উত্তরপত্র প্রকাশ করবে। সঙ্গে দ্রুত ফল প্রকাশে তৎপর হবে তারা।’