বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সরকার চাইলে মধ্যস্থতা করতে পারি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বললেন সৌমিত্র

সরকার চাইলে মধ্যস্থতা করতে পারি, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বললেন সৌমিত্র

সুকান্ত মজুমদার। নিজস্ব ছবি।

বৃহস্পতিবার দুপুরে করুণাময়ীতে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। তার পর তিনি বলেন, ‘সরকার চাইলে আন্দোলনকারীদের সঙ্গে আমি মধ্যস্থতা করতে রাজি।

রাজ্য সরকার চাইলে করুণাময়ীতে চাকরির দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে মধ্যস্থতা করতে রাজি তিনি। বৃহস্পতিবার দুপুরে এমনই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পালটা তৃণমূলের দাবি, রাজনীতি করতে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন সুকান্তবাবু। বিরোধীরা আপনাদের সমস্যার সমাধান কোনও দিন করতে চায় না।

বৃহস্পতিবার দুপুরে করুণাময়ীতে ২০১৪ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন সুকান্তবাবু। তার পর তিনি বলেন, ‘সরকার চাইলে আন্দোলনকারীদের সঙ্গে আমি মধ্যস্থতা করতে রাজি। কারণ, আমি জানি চাকরি পেতে গেলে কত পড়াশুনো করতে হয়। চাকরি পাওয়ার আনন্দ কতটা, আর না পাওয়ার কষ্টই বা কেমন।’

মোটর ট্রেনিং স্কুলের আড়ালে চলত জালিয়াতি চক্র, উল্টোডাঙায় ED হানায় মিলল নয়া তথ্য

তিনি আরও বলেন, ‘২০১৪-র চাকরিপ্রার্থীদের দাবি সেই সময় প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে করতে হবে। সরকার এক বিজ্ঞপ্তির সঙ্গে আরেক বিজ্ঞপ্তি মিলিয়ে দিতে পারে না। নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ ছিল না। নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যায় কী করে?’

পালটা তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘ওর দলের সাংসদই বলেন, রাজ্য সভাপতি অযোগ্য। সুকান্তবাবুরা আদালতে গিয়ে ঘোঁট পাকানোর চেষ্টা করেছেন। ওনারা সমস্যার সমাধান চান না। সমস্যা সমাধানের ক্ষমতা একমাত্র রাজ্য সরকারের রয়েছে। আর রাজ্য সরকার এব্যাপারে মানবিক।’

 

বন্ধ করুন