অবশেষে ২০১৪ ও ২০১৭ প্রাথমিক টেটের নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। আদালতের নির্দেশে সোমবার প্রাথমিক টেটের নম্বর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও তাদের দাবি, নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত।
২০১৪ সালের টেট পরীক্ষায় পাশ করেছিলেন ১ লক্ষ ২৫ হাজার জন। কিন্তু তাদের নম্বর বা মেধাতালিকা প্রকাশ করেনি সংসদ। ২০১৭ সালে সবাইকে অবাক করে টেট পাশ করেন মাত্র ৯,৮৯৬ জন। সেই পরীক্ষারও নম্বর জানতে পারেননি পরীক্ষার্থীরা। এরই মধ্যে রাজ্যে প্রাথমিকে ১১ হাজার শূন্যপদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে তার ফর্ম পূরণ।
নম্বর জানানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০২২ এর চাকরিপ্রার্থীরা। আদালতে তারা জানিয়েছিলেন, ফর্ম পূরণের জন্য আগের পরীক্ষার নম্বর জানা দরকারি। এর পরই টেটের নম্বর প্রকাশের নির্দেশ দেয় আদালত। কিন্তু সংসদের তরফে জানানো হয়, ২০১৭ র নম্বর প্রকাশ করা গেলেও ২০১৪-র নম্বর প্রকাশে সমস্যা রয়েছে। সোমবার সংসদ সভাপতি ঘোষণা করেন ২টি পরীক্ষাতেই প্রার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে জানা যাবে সোমবার থেকে। সঙ্গে পাওয়া যাবে টেট সার্টিফিকেট।