বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > প্রাথমিকে অবশিষ্ট শূন্যপদে নিয়োগের নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ সংসদের

প্রাথমিকে অবশিষ্ট শূন্যপদে নিয়োগের নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ সংসদের

ফাইল ছবি।

নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন আদালতে চাকরিপ্রার্থীরা জানান আরও প্রায় ৪,০০০ শূন্যপদ রয়েছে। এর পর সেই পদগুলিতে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল সংসদ।

প্রাথমিকে ৩,৯২৯টি শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল সংসদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে তারা। সংসদের এই পদক্ষেপে চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এতে স্পষ্ট হল যে দুর্নীতি হয়েছে তাতে যুক্ত এই সরকারও।

২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২টি নিয়োগপ্রক্রিয়ার আয়োজন করেছিল সংসদ। ২০১৬ সালে নিয়োগ পেয়েছিলেন প্রায় ৪২ হাজার। ২০২০ সালে ১৬,৬০০ জনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন আদালতে চাকরিপ্রার্থীরা জানান আরও প্রায় ৪,০০০ শূন্যপদ রয়েছে। এর পর সেই পদগুলিতে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করল সংসদ।

সংসদের এই পদক্ষেপে বিকাশবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলেছেন যে ভুল করে দুর্নীতি হয়ে গিয়েছে। কিন্তু এবার স্পষ্ট হল দুর্নীতি হয়েছে পরিকল্পনামাফিক। ভুল করে দুর্নীতি হলে তো আদালতের নির্দেশ মেনে উনি ভুল সংশোধনের চেষ্টা করতেন। কিন্তু সরকার তা না করে ডিভিশন বেঞ্চে গেল। এতেই স্পষ্ট ওরা যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে চায় না। শূন্যপদ জমিয়ে রেখে সময় সুযোগ মতো তা বিক্রি করতে চায়। একদিকে ওরা বেআইনিভাবে নিযুক্তদের স্কুলে ফিরতে বলছে, অন্যদিকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিচ্ছে না। বাংলার যুবারা এক অন্ধকার সময় পার করছেন।’

 

 

বন্ধ করুন