বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ঘোষবাবুকে টাকা দিয়েও প্রাথমিকে চাকরি পেয়েছেন অনেকে, ইডিকে জানালেন তাপস মণ্ডল

ঘোষবাবুকে টাকা দিয়েও প্রাথমিকে চাকরি পেয়েছেন অনেকে, ইডিকে জানালেন তাপস মণ্ডল

সিজিও কমপ্লেক্সে তাপস মণ্ডল।

ইডি চার্জশিটে জানিয়েছে, যে ৩২৫ জনকে অবৈধভাবে পাশ করানো হয়েছিল তাদের তালিকা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তাপস মণ্ডল। তবে এই ঘোষবাবুর নাম কী, বা তাঁকে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন কি না তা জানা যায়নি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য দিলেন তদন্তকারীরা। আদালতে মানিক ভট্টাচার্জের পেশ করা চার্জশিটে জানানো হয়েছে, জনৈক ঘোষবাবুকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বেশ কয়েকজন। এমনকী ঘোষবাবুকে ঘুষ দিয়ে ২০১৪ সালের টেট পাশ করেছেন ৩২৫ জন।

আদালতকে ইডি জানিয়েছে, তাপস মণ্ডলকে জেরা করে জনৈক ঘোষবাবুর নাম উঠে এসেছে। মোট ৩.২৫ কোটি টাকা নিয়ে তিনি ১০ জনকে প্রাথমিকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে জানিয়েছেন তাপস। ইতিমধ্যে আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গিয়েছে। তার মধ্যে ৫ জনকে চিহ্নিত করতে পেরেছেন ইডির তদন্তকারীরা।

ইডি চার্জশিটে জানিয়েছে, যে ৩২৫ জনকে অবৈধভাবে পাশ করানো হয়েছিল তাদের তালিকা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তাপস মণ্ডল। তবে এই ঘোষবাবুর নাম কী, বা তাঁকে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন কি না তা জানা যায়নি।

তদন্তে নেমে মানিক ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ বাবদ ৭.৯৩ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্য, মানিকবাবুরস্ত্রী-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এই দুর্নীতিতে এখনো পর্যন্ত ১১১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।

বন্ধ করুন