বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > একতরফা ভাড়া বাড়াচ্ছে ১৩ রুটের বাস, উঠলেই ১০ টাকা, স্টেজ পিছু বাড়বে ৫ টাকা

একতরফা ভাড়া বাড়াচ্ছে ১৩ রুটের বাস, উঠলেই ১০ টাকা, স্টেজ পিছু বাড়বে ৫ টাকা

কলকাতায় বাসে ওঠার হুড়োহুড়ি (ফাইল ছবি, সৌজন্য এএফপি)

পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করতে পারেন না বাস মালিকরা।

ভাড়া বৃদ্ধি নিয়ে বেসরকারি সংগঠনগুলির সঙ্গে আলোচনা চলছে। তবে তাতে এখনও সায় দেয়নি রাজ্য। তার আগেই একতরফা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিলেন কলকাতা এবং সংলগ্ন এলাকার কমপক্ষে ১৩ টি রুটের বেসরকারি বাসের মালিকরা।

গত ১৯ দিন ধরে লাগাতার বেড়েছে ডিজেলের দাম। এই অবস্থায় বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস সংগঠনগুলি। কিন্তু এখনও ভাড়া বাড়ানোর পথে হাঁটেনি রাজ্য। তার জেরে সোমবার থেকে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমেছে। কয়েকটি রুটে বাস বসিয়েও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বারাসত আরটিওয়ের তরফে বাস মালিকদের যোগাযোগ করা হয়। তাঁদের বাস নামানোর আর্জি জানানো হয়। 

তারই পরিপ্রেক্ষিতে ১৩ টি রুটের বাস মালিকরা একতরফাভাবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই রুটগুলি হল - ৪৫, ৪৫ এ, ৪৫ বি, ৩০ বি, ৩০ বি/১, ৩০ ডি, কেবি-২১, ডিএন ৮, ৯৩, ২২৩,২২১, ২১৯ এবং ২১৯/১। ওই রুটের বাসে উঠলেই ন্যূনতম ১০ টাকা দিতে হবে। তারপর থেকে প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়বে। সংশ্লিষ্ট রুটের বাসস্ট্যান্ডে সেই সংক্রান্ত পোস্টার লাগানো হয়েছে। 

বাস মালিকদের দাবি, ডিজেলের দাম যেভাবে বেড়েছে, তাতে তাঁদের সামনে আর কোনও পথ খোলা নেই। একইসঙ্গে তাঁদের দাবি, জোর জবরদস্তি করে যাত্রীদের ভাড়া চাওয়া হবে না। বাসে উঠলে যাত্রীদের বর্ধিত ভাড়া দেওয়ার আর্জি জানাবেন। যদিও কোনও সংগঠনের তরফে বাস মালিকদের সিদ্ধান্তে সহমত পোষণ করা হয়নি। তারা সেই বর্ধিত ভাড়ার দায় নেবে না বলে সাফ জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, নিজেদের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করতে পারেন না বাস মালিকরা। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। যে বাস মালিকরা একতরফা ভাড়া বাড়িয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে পরিবহন দফতর।

বাংলার মুখ খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.