বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > জ্বালানি তেলের আগুন দাম, যেমন খুশি ভাড়া নিচ্ছে বাস,মনে আছে পরিবহণমন্ত্রীর কথা?

জ্বালানি তেলের আগুন দাম, যেমন খুশি ভাড়া নিচ্ছে বাস,মনে আছে পরিবহণমন্ত্রীর কথা?

যেমন খুশি ভাড়া নেওয়া হচ্ছে বাসে, অভিযোগ যাত্রীদের। প্রতীকী ছবি: পিটিআই। (PTI)

বাস মালিক সংগঠনের দাবি, করোনার পরে এমনিতেই কলকাতা ও দুই ২৪ পরগণায় বেসরকারি বাসের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে অনেকেই রাস্তায় বাস বের করতে চাইছেন নাা।

হু হু করে বেড়েছে জ্বালানি তেলের দাম। একেবারে আকাশছোঁয়া পরিস্থিতি। এদিকে সেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধাক্কা এবার গণপরিবহণে। বলা ভালো বাসে উঠলেই এবার সেই ধাক্কা টের পাচ্ছেন যাত্রীরা। যাত্রীদের একাংশের অভিযোগ আচমকাই বাড়িয়ে দেওয়া হয়েছে বাস ভাড়া। কিন্তু সেখানে কোনও নির্দিষ্ট নির্দেশিকা বা নিয়ম কানুনের বালাই নেই। জ্বালানির দাম বৃদ্ধির অজুহাত দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ। এনিয়ে তর্কাতর্কি ঝগড়াঝাটি লেগেই আছে। এদিকে যাত্রীদের অভিযোগ, ১২ টাকা ভাড়া আচমকাই ১৪ টাকা নেওয়া হচ্ছে। কোথাও আবার সেটাই বেড়ে ১৮টাকাও হয়ে গিয়েছে। এদিকে কার্যত বাধ্য হয়েই এই অতিরিক্ত ভাড়া দিচ্ছেন যাত্রীরা।

তবে গণপরিবহণের সঙ্গে যুক্তদের দাবি, এবার করোনার ধাক্কায় একেবারে শুয়ে পড়েছিল গণপরিবহণ। দিনের পর দিন একটাকাও ইনকাম হয়নি। উল্টে দীর্ঘদিন বসে থাকার জন্য গাড়ির যন্ত্রাংশ, ইঞ্জিন বসে গিয়েছে। সেসব সারিয়ে ফের রাস্তায় বাস নামানো হয়েছিল। কিন্তু জ্বালানি তেলের আগুন দামে বাস চালিয়েও ক্ষতির মুখে পড়েছেন অনেকেই। সেই পরিস্থিতিতে অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি করতে না পারলে বড় ক্ষতির মুখে পড়বে গণপরিবহণ। অন্যদিকে বাস মালিক সংগঠনের দাবি, করোনার পরে এমনিতেই কলকাতা ও দুই ২৪ পরগণায় বেসরকারি বাসের সংখ্যা এক তৃতীয়াংশ কমেছে। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে অনেকেই রাস্তায় বাস বের করতে চাইছেন নাা।

এদিকে মার্চ মাসের প্রথম দিকে পরিবহণমন্ত্রী টক টু মেয়র অনুষ্ঠানে বাস ভাড়া বেশি নিলে টিকিট নিয়ে পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছিলেন। তবে কি সেটাই এবার করবেন যাত্রীরা? কিন্তু অফিস যাবেন নাকি পুলিশের কাছে যাবেন? সেটা অবশ্য বুঝতে পারছেন না যাত্রীদের অনেকেই। 

 

বাংলার মুখ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.