বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিলে রাশ টানতে নিয়মিত নজরদারি চালিয়ে আসছে রাজ্য স্বাস্থ্য কমিশন। সে ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের কোনও গাফিলতি নজরে আসলে অবশ্য পদক্ষেপ করছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এবার বেশকিছু ক্ষেত্রে নতুন অ্যাডভাইজারি জারি করল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সাধারণ মানুষের সুবিধার জন্য গতকাল রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশনের পক্ষ থেকে চারটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে।
যে সমস্ত অ্যাডভাইজারি জারি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কোনও বেসরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে পানীয় জল বাবদ খরচ নেওয়া যাবে না। সাধারণত এতদিন বেসরকারি হাসপাতালগুলিতে রোগীদের পানীয় জলের খরচ বিলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছিল। সে ক্ষেত্রে দেখা যায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা কোমা স্টেজে ৫০ থেকে ১০০ লিটার জলের দাম দিতে হয় রোগীদের। এবার তা আর নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দোপাধ্যায়।
অন্যদিকে, করোনা পরিস্থিতিতে কমিশনের নির্দেশে বেসরকারি হাসপাতালে বেড চার্জ বাড়ানো হয়নি। তবে এখন করোনা পরিস্থিতি কেটে গিয়েছে। ফলে বেসরকারি হাসপাতালগুলি বছরে শুধুমাত্র একবার বেড চার্জ বাড়াতে পারবে বলেই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। তবে কোনওভাবেই তা ১০ শতাংশের বেশি বাড়ানো যাবে না। প্রসঙ্গত, বেড চার্জ বাড়ানো নিয়ে বেসরকারি হাসপাতালগুলির পক্ষ থেকে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। তাদের বক্তব্য উন্নত মানের যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা করতে হলে সেক্ষেত্রে বেড চার্জ বাড়ানো ছাড়া তাদের পক্ষে খরচ বহন করা সম্ভব নয়। পূর্ব ভারতের বেসরকারি হাসপাতাল সংগঠনের সভাপতি রূপক বড়ুয়া এই অ্যাডভাইজারিকে স্বাগত জানিয়ে সমস্ত কিছু মেনে চলবেন বলেই জানিয়েছেন।