বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bowbazar: বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির বদলে ফ্ল্যাটের প্রস্তাব, নাকচ কাউন্সিলারের

Bowbazar: বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির বদলে ফ্ল্যাটের প্রস্তাব, নাকচ কাউন্সিলারের

ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করছেন বিশেষজ্ঞরা। (Sudipta Banerjee)

বৃহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশনের শুরুতে বিশ্বরূপ জানতে চান বউবাজার নিয়ে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি কী রিপোর্ট দিয়েছে। এ ছাড়া মেট্রোর কাজের ফলে ওই অঞ্চলে নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়েছে। তা কবের মধ্যে আগের অবস্থায় ফিরবে তাও জানতে চান।

মেট্রোর কাজের জন্য বউবাজারে ক্ষতিগ্রস্থ ৭১টি বাড়ির বদলে বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু সেই বাড়ির বদলে ফ্ল্যাট নিতে নারাজ বাসিন্দারা। দুর্গা পিতুরি লেনের

বাসিন্দাদের পক্ষে এমনটাই জানিয়েছেন ৪৮ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে।

 

বৃহস্পতিবার কলকাতা পুরসভার অধিবেশনের শুরুতে বিশ্বরূপ জানতে চান বউবাজার নিয়ে যাবদপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি কী রিপোর্ট দিয়েছে। এ ছাড়া মেট্রোর কাজের ফলে ওই অঞ্চলে নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়েছে। তা কবের মধ্যে আগের অবস্থায় ফিরবে তাও জানতে চান। সেই প্রশ্নের উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে। সম্পূর্ণ রিপোর্ট এখনও জমা পড়েনি। তবে খুব শীঘ্রই রিপোর্ট জমা পড়বে বলে জানান তিনি। এ ছাড়া বউবাজারে মেট্রো কাজের জন্য ক্ষতিগ্রস্ত নিকাশি ব্যাবস্থা মেট্রোর কাজ সম্পূর্ণ হলেই করা সম্ভব বলে জানান মেয়র।

এ প্রসঙ্গে মেয়র জানান, কেএমআরসিএল-এর (মেট্রো কর্তৃপক্ষ) পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল ক্ষতিগ্রস্ত ৭১টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার। বদলে বিকল্প হিসাবে ফ্ল্যাট দেওয়ার। এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন বিশ্বরূপ। তাঁর মতে এই অঞ্চলে বেশিরভাগ বনেদি বাড়ি রয়েছে। এক-একটা বাড়িতে অনেকগুলি করে ঘর রয়েছে। এ ছাড়া অনেক বাড়িতে উঠানও রয়েছে। যদি ফ্ল্যাট দেওয়া হয় তবে বাসিন্দারা সেই পরিমাণ জায়গা পাবেন না। বাসিন্দারাও এই ফ্ল্যাট নিতে নারাজ বলেই জানান তিনি। তাঁর মতে মেট্রো কর্তৃপক্ষের উচিত বিষয়টি নিয়ে অবিলম্বে সমাধানে আসা। তবে তিনি জানান যে দ্বিতীয় বারে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ প্রসঙ্গে মেয়র জানান, এ বার যে বাড়িগুলি সে ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলি সারাই করে দেওয়ারই প্রস্তাব এসেছে।

বন্ধ করুন