বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Building in Heritage site: কলকাতার গ্রেড ওয়ান তালিকাভুক্ত হেরিটেজ ভবন চত্বরে বহুতল তৈরির প্রস্তাব, বিতর্ক

Building in Heritage site: কলকাতার গ্রেড ওয়ান তালিকাভুক্ত হেরিটেজ ভবন চত্বরে বহুতল তৈরির প্রস্তাব, বিতর্ক

কলকাতা পুরসভার মূল ভবন। ফাইল ছবি

রাসেল স্ট্রিটে অবস্থিত দোতলার ওই হেরিটেজ ভবনের মালিক হল রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাব। ওই বাড়িটির পিছনে একটি ফাঁকা জমিতে প্রথমে একটি বহুতল হোটেলের প্রস্তাব দেয় ক্লাবটি। পরবর্তী সময়ে সেই প্রস্তাব পরিবর্তন করে বহুতল আবাসিক নির্মাণের প্রস্তাব দেয় ক্লাবটি।

কলকাতার একটি গ্রেড ওয়ান তালিকাভুক্ত হেরিটেজ ভবন চত্বরে বহুতল নির্মাণের জন্য প্রস্তাবে সিলমোহর দিয়েছে কলকাতা পুরসভা। এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে। হেরিটেজ তালিকাভুক্ত থাকা সত্ত্বেও কীভাবে সেখানে ৩৫ তলা আবাসন নির্মাণের প্রস্তাবে সায় দিল কলকাতা পুরসভা? তাই নিয়ে উঠছে প্রশ্ন। ওই বহুতল রাসেল স্ট্রিটে অবস্থিত। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য হেরিটেজ কমিশনের কাছে পাঠানো হয়েছে। এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন পরিবেশকর্মীরা।

সূত্রের খবর, রাসেল স্ট্রিটে অবস্থিত দোতলার ওই হেরিটেজ ভবনের মালিক হল রয়েল ক্যালকাটা টার্ফ ক্লাব। ওই বাড়িটির পিছনে একটি ফাঁকা জমিতে প্রথমে একটি বহুতল হোটেলের প্রস্তাব দেয় ক্লাবটি। পরবর্তী সময়ে সেই প্রস্তাব পরিবর্তন করে বহুতল আবাসিক নির্মাণের প্রস্তাব দেয় ক্লাবটি। সেটি পুরসভার হেরিটেজ কমিটিতে উঠলে তাতে এক সদস্য আপত্তি জানান। পুরসভার পরিবেশ বিভাগের এক আধিকারিক জানান, গ্রেড ওয়ান হেরিটেজ ভবন চত্বরে কোনও ধরনের নির্মাণ করা যায় না। তবে অন্য আধিকারিকদের মতে, হেরিটেজ ভবন এবং প্রস্তাবিত বহুতলের ঠিকানা এক হলেও সেটির মধ্যে দূরত্ব রয়েছে ২১ ফুট। পুরসভার নিয়ম অনুযায়ী, সে ক্ষেত্রে সেখানে বহুতল তৈরিতে কোনও আপত্তি নেই।

একটি মহলের দাবি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিজেই ওই ক্লাবের সদস্য। ফলে পুরসভার তরফে অ্যাডভোকেট জেনারেলের কাছে আইনি পরামর্শ নেওয়ার কথা থাকলেও অবশ্য সে বিষয়ে দায়িত্ব নেননি অ্যাডভোকেট জেনারেল। সেক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে তাই তিনি দায়িত্ব নেননি। ফলে অন্য এক সরকারি আইনজীবীর কাছে পরামর্শ নেওয়া হয়। 

তবে ওই আইনজীবী জানিয়েছেন, পুরসভা হেরিটেজ বাড়ি তৈরির অনুমোদন দিতে পারে। এপ্রসঙ্গে পরিবেশ এবং হেরিটেজ বিভাগের মেয়র স্বপন সমাদ্দার বলেন, ‘আইনি পরামর্শ নেওয়া হয়েছে। যাবতীয় নিয়ম মেনে ওই ক্লাবের জমিতে ৩৫ তলা আবাসিক বহুতল নির্মাণে ছাড়পত্র দেওয়া হবে।’ হেরিটেজ ভবনটিকে অক্ষুণ্ণ রাখা হবে বলেই তিনি জানিয়েছেন। ওই ৩৫ তলার বাড়িতে ১ হাজার গাড়ি রাখার জন্য পার্কিং লট তৈরি করার পাশাপাশি শপিং মল তৈরি করা হবে বলেও তিনি জানান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন