Durga Puja 2021: রাত নামলেই মায়াবী আলো, এবার পুজোয় লেকটাউনে বুর্জ খলিফা
1 মিনিটে পড়ুন . Updated: 07 Oct 2021, 03:11 PM IST- প্রায় ২৫০জন কর্মী গত দুমাস ধরে তৈরি করছেন এই বিশেষ মণ্ডপ।
পুজোয় কাছে পিঠে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? একবার বুর্জ খলিফা ঘুরে আসতে পারেন। সেজন্য দুবাইতে না গেলেও চলবে। দুধের স্বাদ ঘোলে মেটানোর উদ্যোগ নিয়েছে কলকাতার লেকটাউনের শ্রীভুমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্যোক্তারা। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে কলকাতার লেকটাউনে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। এখানকার পুজো রাজ্য়ের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত। সেই পুজোতেই উঠে আসছে এক টুকরো বুর্জ খলিফা। মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, নানা বিখ্যাত স্থাপত্য়ের আদলে প্রতি বছরই আমরা মণ্ডপ নির্মাণ করি। এর আগে আমরা প্যারিস অপেরা, কেদারনাথ, পুরীর মন্দির তৈরি করেছিলাম।
এবার একঝলক দেখে নেওয়া যাক বুর্জ খলিফার আদলে সুবিশাল মণ্ডপের নানা দিক। মণ্ডপটি প্রায় ১৪৫ ফুট লম্বা করা হচ্ছে। প্রায় ২৫০জন কর্মী গত দুমাস ধরে তৈরি করছেন এই বিশেষ মণ্ডপ। ধাপে ধাপে লেকটাউনের বুকে তৈরি হচ্ছে এই সুবিশাল মণ্ডপ। রাত হলেই মণ্ডপ প্রাঙ্গনে দেখা যাবে আলোকের ঝরণাধারা। মায়াবী পরিবেশ তৈরি করা হচ্ছে মণ্ডপকে ঘিরে। এককথায় একেবারে চোখ ধাঁধানো পরিবশ। সেই পরিবেশের সাক্ষী থাকতে পারবেন সাধারণ দর্শনার্থীরাও। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন একদিকে যেমন নজরকাড়া রূপ তার সঙ্গেই রাতে হলে নানা আলোর কারসাজি এই মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। দিনের বেলা সাদা রঙের সুবিশাল এই মণ্ডল। আর রাত হলেই নানা রঙের খেলা। এককথায় অনবদ্য।