কলকাতা হাইকোর্টের শুক্রবারের পর্যবেক্ষণ। বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের বাইরে রাস্তার একাংশ দখল করে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছিল। এনিয়ে মামলা হয়েছিল। সেই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, রাস্তা জোড়া করে পুজো করে পুজো কমিটি ভাবছে যে তারা ভগবানের থেকেও বড়।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে একথা জানিয়েছেন। লাইভ ল-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষমদের জন্য় একটি স্কুল রয়েছে। আপনাদের পুজো কমিটির সেটা নিয়ে একটা ভাবনার দরকার ছিল। বিশেষত সেই সমস্ত শিশুদের জন্য় যারা বিশেষভাবে সক্ষম। আপনাদের কমিটি ভাবছে তারা ভগবানের থেকেও বড়। ভগবানের মূর্তির জায়গায় আমরা দেখছি আপনাদের কমিটির সদস্যদের ছবি রয়েছে। সভাপতি ভাবছেন তিনি মূর্তির থেকেও বড়। আসলে এগুলো হল ইগো। আপনাদের এলাকার মানুষদের প্রতি আপনার কিছু কিছু সম্মান থাকা দরকার।
এদিকে মামলাকারীর তরফে বলা হয়েছিল গোটা বছর ধরেই কোনও না কোনও উপলক্ষ্যে এলাকার রাস্তা দখল করা থাকে। লাউডস্পিকার বাজানো হয়। এদিকে অপর পক্ষ জানায় তারা সিঙ্গল বেঞ্চের কাছ থেকে অনুমতি নিয়ে পুজো করছে। তারা পুজোর সময় লাউডস্পিকার বাজাচ্ছে না। এদিকে এই আবেদন খারিজ করার সময় আদালতের পর্যবেক্ষণ সিঙ্গল বেঞ্চের রায় পুরোপুরি মেনে চলা দরকার।
প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গাতেই রাস্তার একাংশ দখল করে পুজো করার নজির রয়েছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।