উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষপদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয়ছিলেন সুবীরেশ ভট্টাচার্যকে। এবার তাঁকে সরানো হয় রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদ থেকে। তাঁর জায়গায় ওই পদে এলেন আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য। তাঁর গ্রেফতারির ৬ মাস পর সুবীরেশের জায়গা অন্য কাউকে রাজ্য অধ্যক্ষ পরিষদের সভাপতির পদের দায়িত্ব দেওয়া হল।
সূত্রের খবর, ২০১৭ সাল থেকে ওই পদে রয়েছেন সুবীরেশ। নিয়ম অনুযায়ী দু'বছর অন্তর কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু ছ'বছর কেটে গেলও কোনও নির্বাচন হয়নি। প্রশ্ন উঠছে কী ভাবে বছরের পর বছর ধরে ওই পদে রয়ে গেলেন সুবীরেশ? বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন অধ্যক্ষরা। অধ্যক্ষদের একাংশের অভিযোগ ছিল জেলে বসে সংগঠন পরিচালনা করছিলেন সুবীরেশ। চাপের মুখে বাধ্য হয়ে সভাপতি বদলের সিন্ধান্ত হয়।
আরও পড়ুন: নীলবাতি গাড়ি করে ঘুরতেন, বিভাস অধিকারীর দাবি, গোপাল - কুন্তলকে চিনি না
এর আগে একটি বৈঠকে সুবীরেশকে অধ্যক্ষ পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। রবিবার অধ্যক্ষ পরিষদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়, এজেসি বোস কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতিকে।
গত ১৯ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুবীরেশ। এই গ্রেফতারির পর তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং হিলস ইউনিভার্সিটির উপাচার্যর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।