বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে এবার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বিভাগ বা ডিপিআর সেল তৈরি করল পূর্ত দফতর। এই বিষয়ে দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি মেদিনীপুরে প্রশাসনিক সভায় একটি প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পূর্ত দফতরের তরফে নতুন ডিপিআর সেল তৈরি করা হয়।
পূর্ত দফতরের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই সেলের প্রধান করা হয়েছে পূর্ত ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার্সকে। এছাড়াও এই সেলে রয়েছেন একজন সুপারেন্টাডিং অফিসার, দুজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাঁচ জন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও পাঁচ জন জুনিয়ার ইঞ্জিনিয়ার। এছাড়াও রয়েছেন এই সেলে রাখা হয়েছে একজন করে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিকাল), অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (মেক্যানিক্যাল), জুনিয়ার ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), অ্যাসিসট্যান্ট আর্কিটেক্ট ও চার জন ড্রাফটসম্যান।
প্রশাসন সূত্রে খবর, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর একাধিক নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। সেই সব প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয়, সেজন্য এই নতুন ডিপিআর সেল তৈরি করল পূর্ত দফতর। রাজ্য সরকারের অধিনস্থ অনেক দফতরেই কোনও ইঞ্জিনিয়ারিং বিভাগ নেই। মৎস, শিক্ষা, ক্ষুদ্র শিল্প, কৃষি বিপণন দফতরের কোন ডিপিআর তৈরি করতে বেসরকারি সংস্থার ওপর নির্ভর করে থাকতে হয়। কিন্তু নতুন এই ব্যবস্থায় খুব কম খরচে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা তৈরি করে দিতে পারবে।