বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সরকারি প্রজেক্টের কাজে গতি আনতে নয়া সেল গঠন করল পূর্ত দফতর

সরকারি প্রজেক্টের কাজে গতি আনতে নয়া সেল গঠন করল পূর্ত দফতর

নবান্ন (‌ছবি সৌজন্য টুইটার)‌

রাজ্য সরকারের অধিনস্থ অনেক দফতরেই কোনও ইঞ্জিনিয়ারিং বিভাগ নেই। মৎস, শিক্ষা, ক্ষুদ্র শিল্প, কৃষি বিপণন দফতরের কোন ডিপিআর তৈরি করতে বেসরকারি সংস্থার ওপর নির্ভর করে থাকতে হয়।

‌বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে এবার বিস্তারিত প্রকল্প রিপোর্ট বিভাগ বা ডিপিআর সেল তৈরি করল পূর্ত দফতর। এই বিষয়ে দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি মেদিনীপুরে প্রশাসনিক সভায় একটি প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই পূর্ত দফতরের তরফে নতুন ডিপিআর সেল তৈরি করা হয়।

পূর্ত দফতরের পেশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এই সেলের প্রধান করা হয়েছে পূর্ত ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার্সকে। এছাড়াও এই সেলে রয়েছেন একজন সুপারেন্টাডিং অফিসার, দুজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পাঁচ জন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও পাঁচ জন জুনিয়ার ইঞ্জিনিয়ার। এছাড়াও রয়েছেন এই সেলে রাখা হয়েছে একজন করে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (‌ইলেকট্রিকাল)‌, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (‌মেক্যানিক্যাল)‌, জুনিয়ার ইঞ্জিনিয়ার (‌ইলেকট্রিক্যাল), অ্যাসিসট্যান্ট আর্কিটেক্ট ও চার জন ড্রাফটসম্যান।

প্রশাসন সূত্রে খবর, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর একাধিক নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। সেই সব প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয়, সেজন্য এই নতুন ডিপিআর সেল তৈরি করল পূর্ত দফতর। রাজ্য সরকারের অধিনস্থ অনেক দফতরেই কোনও ইঞ্জিনিয়ারিং বিভাগ নেই। মৎস, শিক্ষা, ক্ষুদ্র শিল্প, কৃষি বিপণন দফতরের কোন ডিপিআর তৈরি করতে বেসরকারি সংস্থার ওপর নির্ভর করে থাকতে হয়। কিন্তু নতুন এই ব্যবস্থায় খুব কম খরচে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা তৈরি করে দিতে পারবে।

বাংলার মুখ খবর

Latest News

'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.