বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২০০ আসনের স্বপ্ন ভাঙল কেন? তৃণমূলের গুপ্তচরদের নিয়ে প্রশ্নের মুখে কৈলাস-মেননরা

২০০ আসনের স্বপ্ন ভাঙল কেন? তৃণমূলের গুপ্তচরদের নিয়ে প্রশ্নের মুখে কৈলাস-মেননরা

প্রতীকী ছবি (ছবি সৌজন্যে পিটিআই)

বাংলার নির্বাচনে বিজেপির ভরাডুবির নেপথ্যে কোন কারণ? জবাব খুঁজতে বৈঠক হয় হেস্টিংসে।

মোদী-শাহরা বারবার রাজ্যে এসে দেখিয়েছিলেন ২০০ আসন জয়ের স্বপ্ন। তবে ৭৭-এ থমকে সেই স্বপ্ন ভেঙেছে বিজেপির। এই ভরাডুবির নেপথ্যে কোন কারণ? সেই কারণ খুঁজতেই সাংগঠনিক বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। আর হেস্টিংসের সেই বৈঠকে প্রশ্নের সম্মুখীন হতে হয় শিবপ্রকাশ শিং, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গীয়দের। প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূল কংগ্রেসের গুপ্তচর বৃত্তির জেরে হার হয়েছে বিজেপির? রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের 'যোগদান মেলা' নিয়ে ওঠে প্রশ্ন। অনেক নেতার প্রশ্ন, কেন পুরনো কর্মীদের পিছনের সারিতে রাখা হল?

বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, মুকুল রায়সহ বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও, নির্বাচনের সময় গোপনে তৃণমূলের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। যে কারণে তৃণমূল থেকে তাঁদের নেওয়া নেতা-কর্মীরা বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়ান। এদিন বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন ওঠে, কেন তৃণমূল থেকে আসা দলবদুলদের বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসানো হল? তাদের উপর দলের সব নিয়ন্ত্রণ ছাড়া কি ঠিক হয়েছিল? সূত্রের খবর, এবিষয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষসহ সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশের হাতে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে দিয়ে দাবি করেন, বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিজেপির গোপন পরিকল্পনা, আন্দোলনের রুপরেখা সবই ফাঁস হয়ে গিয়েছিল তৃণমূলের কাছে। রাজ্য নেতৃত্বের অভিযোগ, বেশকিছু দলবদলু তৃণমূল নেতা বিজেপিতে এসে গুপ্তচরের কাজ করেছে। সেটাই বিজেপির ভরাডুবির অন্যতম প্রধান কারণ।

সূত্রের খবর, বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, মণ্ডল ও জেলাস্তরের দলবদুল নেতাদের তৃণমূলের হয়ে কাজ করার স্পষ্ট প্রামাণ পাওয়া গিয়েছে। এদিকে এরই মাঝে বিজেপির আগামী কর্মসূচির রূপরেখা ঠিক হয়েছে। বিধায়ক ও সাংসদের নিজের এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘর ছাড়া কর্মী-সমর্থকদের ফেরানোর ব্যবস্থাও করবে দল। এছাড়া পরপর বেশ কয়েকটি কর্মসূচি পালন করবে বিজেপি। ভোট পরবর্তী হিংসা ইস্যুতে কলকাতা ও রাজ্য স্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দলের তরফে।

 

বন্ধ করুন