বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ২০০ আসনের স্বপ্ন ভাঙল কেন? তৃণমূলের গুপ্তচরদের নিয়ে প্রশ্নের মুখে কৈলাস-মেননরা

২০০ আসনের স্বপ্ন ভাঙল কেন? তৃণমূলের গুপ্তচরদের নিয়ে প্রশ্নের মুখে কৈলাস-মেননরা

প্রতীকী ছবি (ছবি সৌজন্যে পিটিআই)

বাংলার নির্বাচনে বিজেপির ভরাডুবির নেপথ্যে কোন কারণ? জবাব খুঁজতে বৈঠক হয় হেস্টিংসে।

মোদী-শাহরা বারবার রাজ্যে এসে দেখিয়েছিলেন ২০০ আসন জয়ের স্বপ্ন। তবে ৭৭-এ থমকে সেই স্বপ্ন ভেঙেছে বিজেপির। এই ভরাডুবির নেপথ্যে কোন কারণ? সেই কারণ খুঁজতেই সাংগঠনিক বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। আর হেস্টিংসের সেই বৈঠকে প্রশ্নের সম্মুখীন হতে হয় শিবপ্রকাশ শিং, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গীয়দের। প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূল কংগ্রেসের গুপ্তচর বৃত্তির জেরে হার হয়েছে বিজেপির? রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের 'যোগদান মেলা' নিয়ে ওঠে প্রশ্ন। অনেক নেতার প্রশ্ন, কেন পুরনো কর্মীদের পিছনের সারিতে রাখা হল?

বিজেপি নেতাদের একাংশের বক্তব্য, মুকুল রায়সহ বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও, নির্বাচনের সময় গোপনে তৃণমূলের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। যে কারণে তৃণমূল থেকে তাঁদের নেওয়া নেতা-কর্মীরা বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়ান। এদিন বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন ওঠে, কেন তৃণমূল থেকে আসা দলবদুলদের বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসানো হল? তাদের উপর দলের সব নিয়ন্ত্রণ ছাড়া কি ঠিক হয়েছিল? সূত্রের খবর, এবিষয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষসহ সাধারণ সম্পাদকরা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশের হাতে বেশ কিছু তথ্য প্রমাণ তুলে দিয়ে দাবি করেন, বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিজেপির গোপন পরিকল্পনা, আন্দোলনের রুপরেখা সবই ফাঁস হয়ে গিয়েছিল তৃণমূলের কাছে। রাজ্য নেতৃত্বের অভিযোগ, বেশকিছু দলবদলু তৃণমূল নেতা বিজেপিতে এসে গুপ্তচরের কাজ করেছে। সেটাই বিজেপির ভরাডুবির অন্যতম প্রধান কারণ।

সূত্রের খবর, বিজেপি রাজ্য নেতৃত্বের দাবি, মণ্ডল ও জেলাস্তরের দলবদুল নেতাদের তৃণমূলের হয়ে কাজ করার স্পষ্ট প্রামাণ পাওয়া গিয়েছে। এদিকে এরই মাঝে বিজেপির আগামী কর্মসূচির রূপরেখা ঠিক হয়েছে। বিধায়ক ও সাংসদের নিজের এলাকায় জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘর ছাড়া কর্মী-সমর্থকদের ফেরানোর ব্যবস্থাও করবে দল। এছাড়া পরপর বেশ কয়েকটি কর্মসূচি পালন করবে বিজেপি। ভোট পরবর্তী হিংসা ইস্যুতে কলকাতা ও রাজ্য স্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দলের তরফে।

 

বাংলার মুখ খবর

Latest News

লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.