অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সিনিয়র ডাক্তারদের একাংশও অনশন চালিয়ে যাচ্ছেন। আর তার মধ্য়েই শুরু হয়েছে গণইস্তফা। এবার চিকিৎসকদের সেই গণইস্তফার প্রতিবাদে এক্স হ্যান্ডেলে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তবে কুণাল ঘোষের এই হুঁশিয়ারির জেরে পালটা দিলেন নেটিজেনরা।
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন,
'CBI চার্জশিট দেওয়ার পরেও অরাজকতা। পুজো, বন্যার পরিস্থিতিতে বিনা নোটিসে চিকিৎসকদের গণইস্তফা। রোগীদের বিপদে ফেলে রাজনৈতিক ব্ল্যাকমেলিং।
* গণইস্তফা আইনি নয়, নাটক না করে নিয়মমত নিজস্ব চিঠিতে ইস্তফা দিন। ডিউটি না করলে চাকরি ছাড়ুন।
* সরকার সব ইস্তফা গ্রহণ করুন।
* নতুন নিয়োগে সরকার বিজ্ঞাপন দিক, বহু যোগ্য ডাক্তার অপেক্ষা করছেন।
* পরিষেবার ক্ষতি হলে মানুষ বুঝবেন কাদের জন্য এই অবস্থা।
* কাজ বন্ধের দিনগুলো বেতন কাটা হোক। হস্টেল খালি করা হোক।
* আরও কিছু পদক্ষেপ জরুরী।
সরকার সংবেদনশীল, সংযত। তার সুযোগ নিয়ে গোলমালের নাটক চলছে। সরকার কী পদক্ষেপ নেবে, তাদের বিষয়। কিন্তু আর এই থ্রেট কালচার, ব্ল্যাকমেলিং বরদাস্ত করা ঠিক হবে না।' লিখেছেন কুণাল ঘোষ।
কার্যত একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চিকিৎসকদের আন্দোলনকেই কটাক্ষ করছেন কুণাল। রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। এর জবাবে এক নেটিজেন লিখেছেন, আপনাদের চাকরি বিক্রির সুযোগ হল তো! অনেক ওপেন জব। সিভিক ভলান্টিয়ার নিয়োগ করবেন না ডাক্তারির জন্য? অন জব ট্রেনিং করিয়ে সার্টিফাই করিয়ে নেবেন। সবই তো আপনাদের হাতে।
অপর এক নেটিজেন লিখেছেন আপনি নিট পরীক্ষা দিয়ে আসুন। আমরা ওদের কাছে যাব না। এসেছে পালটা জবাব।
তবে এবারই প্রথম নয়, বার বার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করছেন কুণাল ঘোষ। এমনকী তাঁদের অনশন আন্দোলনকেও খোঁচা দিয়েছেন তিনি। তবে বার বারই কুণালের সেই পোস্টে পালটা জবাব দিয়েছেন নেটিজেনরা।
এর আগে কুণাল লিখেছিলেন, যাঁরা স্কোরবোর্ড রাজনীতি করছেন তাঁদের নথিভুক্ত রাখুক প্রশাসন। ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা, আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা, আইনত অপরাধ। এরপর স্যালাইন, এলিয়ে পড়া, এসব দৃশ্য আসবে। অথচ পাশে ডাক্তাররা। এসব প্রশাসন নজর রাখুক। তবে হস্তক্ষেপ নয়।
এরপর তিনি একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তখন সব মিলিয়ে ৬জন চিকিৎসকের নাম উল্লেখ করা হয়েছিল। সেই চিকিৎসকরা হলেন, ডাঃ পুলস্ত্য আচার্য, ডাঃ স্নিগ্ধা হাজরা, ডাঃ অর্ণব মুখোপাধ্য়ায়, ডাঃ সায়ন্তনী ঘোষ হাজরা, ডাঃ অনুষ্টুপ মুখার্জি, ডাঃ তনয়া পাঁজা। তাঁদের নামের পাশেই তাঁদের বর্তমান ব্লাড প্রেসার কত সেটা উল্লেখ করা হয়েছে।