অন্যান্য গণপরিবহণের তুলনায় ট্রেন ভাড়া কয়েকগুণ কম। তাসত্ত্বেও বহু যাত্রী দিনের পর দিন বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করছেন। প্রতিনিয়ত রেলের তরফে টিকিট কেটে ট্রেনে যাত্রার জন্য যাত্রীদের সতর্ক করা হলেও অনেকেই তা করছেন না। তার ফলে সারা বছর ধরে টিকিট চেকিং অভিযান চালাচ্ছে পূর্ব রেল। সম্প্রতি সেই অভিযান আরও জোরদার করেছে রেল। যে কোনও সময়ে যে কোনও স্টেশনে পৌঁছে যাচ্ছেন টিকিট পরীক্ষকরা। তারপরও বৈধ টিকিট ছাড়া অনেকেই ট্রেন যাত্রা করছেন। এই অবস্থায় যাত্রীদের এমন মনোভাব কমাতে বিশেষ উদ্যোগ নিল রেল। হাওড়া স্টেশনই বসল বিশেষ আদালত। যার নাম হল রেলওয়ে ক্যাম্প কোর্ট।
আরও পড়ুন: বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ, মে’তে ধরা পড়ল ১.৮ লাখ যাত্রী, আদায় ৭ কোটির জরিমানা!
পূর্ব রেল সূত্রের খবর, বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ব্যাপকভাবে অভিযান চালান টিকিট পরীক্ষকরা। তাতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা যাত্রীদের ধরে তাদের স্টেশনের এই কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। সেক্ষেত্রে বিচারক টিকিট না কাটার জন্য অপরাধের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেন। রেল সূত্রের খবর, সবমিলিয়ে এদিন হাওড়া স্টেশনের ক্যাম্প কোর্টে বিচারকের সামনে ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে হাজির করানো হয়। তাদের জরিমানা করার পাশাপাশি অপরাধের গুরুত্ব বুঝে উপযুক্ত শাস্তির নির্দেশ দেন বিচারক। সবমিলিয়ে এই সমস্ত যাত্রীদের কাছ থেকে ২ লক্ষ ৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
পূর্ব রেলের আশা, এই ধরনের ক্যাম্প কোর্টের মাধ্যমে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়বে। এরফলে বিনা টিকিটে যাত্রা করার প্রবণতা কমবে। সকলেই টিকিট কেটে ও লাগেজ বুক করে যাত্রা করবেন। মূলত ট্রেন ভ্রমণে টিকিট কাটা এবং লাগেজ বুকিং কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতেই এই ক্যাম্প কোর্টের ব্যবস্থা করা হয়। রেলের আশা, এরফলে যাত্রীদের মধ্যে দায়িত্ববোধ আরও বাড়বে।
প্রসঙ্গত, বিনা টিকিটে যাত্রা রুখতে সারা বছর ধরেই অভিযান চালিয়ে থাকে রেল। তবে শুধুমাত্র মে মাসেই রেলের শিয়ালদহ সহ চারটি ডিভিশনে প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৯০০ জন বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রী ধরা পড়েছেন। আর এই সমস্ত যাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ রেলের আয় হয়েছে ৭ কোটি ৫৭ লক্ষ ৩০ হাজার টাকা।