বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Raj Bhavan Sexual Harassment Case: শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ৫০০ টাকার বন্ডে আগাম জামিন পেলেন রাজভবনের ৩ কর্মী

Raj Bhavan Sexual Harassment Case: শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ৫০০ টাকার বন্ডে আগাম জামিন পেলেন রাজভবনের ৩ কর্মী

কলকাতা রাজভবন। ফাইল ছবি

রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয় নির্যাতিতাকে আটকে রাখার অভিযোগে। তবে সেই তিন কর্মীকে আগাম জামিন দিল আদালত। রিপোর্ট অনুযায়ী, রাজভবনের ৩ কর্মীকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।

রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পুলিশ এফআইআর করেছিল শ্লীলতাহানি কাণ্ডে। তবে সেই তিনজনই আজ আগাম জামিন পেলেন আদালতের তরফ থেকে। এর আগে রবিবার থানায় তলব করা হয়েছিল রাজভবনের এই তিন কর্মীকে। তবে তাঁরা সেদিন থানায় হাজির হননি। এই আবহে পরে ফের একবার তাঁদের নোটিশ পাঠিয়ে মঙ্গলবার থানায় হাজির হতে বলেছিল পুলিশ। এদিকে রাজভবনের সেই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয় নির্যাতিতাকে আটকে রাখার অভিযোগে। তবে সেই তিন কর্মীকে আগাম জামিন দিল আদালত। রিপোর্ট অনুযায়ী, রাজভবনের ৩ কর্মীকে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। (আরও পড়ুন: ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে সামনে ভোটের কোন অঙ্ক?)

আরও পড়ুন: কলকাতায় খাড়গের ছবিতে কালি ইস্যুতে বঙ্গ কংগ্রেসের থেকে রিপোর্ট চাইল হাইকমান্ড

রিপোর্ট অনুযায়ী, রবিবার হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছিল রাজভবনের তিন কর্মীকে। সেদিন তাঁরা থানায় না যাওয়ায় ফের নোটিশ পাঠানো হয়েছিল তাঁদের। মঙ্গলবার থানায় আসতে বলা হয় তাঁদের। উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলাকে রাজভবনে আটকে রাখার জন্য মামলা দায়ের করা হয়েছে রাজভবনের বিশেষ সচিব এসএস রাজপুত এবং দুই চুক্তিভিত্তিক কর্মী - কুসুম ছেত্রী ও সন্ত লালের বিরুদ্ধে। এই আবহে পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে এই ঘটনায়। তাই তাঁদের আজও থানায় তলব করা হয়। সেদিনই আদালত থেকে আগাম জামিন পেলেন এই তিনজন। (আরও পড়ুন: কলকাতা পুরসভার ওপর বিরক্তি, মেট্রোর কাজ নিয়ে 'মঙ্গলবার্তা' শোনাবে আদালত?)

আরও পড়ুন: সাগরে নিম্নচাপ তৈরি হতেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে,পূর্বাভাস হাওয়া অফিসের

প্রসঙ্গত, মে মাসের ২ তারিখের এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযোগকারী মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। এদিকে অন্য এক ফুটেজে দেখা গিয়েছে, এফআইআর-এ নাম থাকা কুসুম ছেত্রী অভিযোগকারীর ব্যাগ হাতে নিয়ে আছেন। যা থেকে পুলিশ অনুমান করছে যে অভিযোগকারীকে আটকানোর চেষ্টায় সামিল ছিলেন কুমুসও। এদিকে রিপোর্টে দাবি করা হচ্ছে, সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ছিলেন তিনি। (আরও পড়ুন: ডিএ-র পর গ্র্যাচুইটি নিয়ে নয়া নির্দেশ, চাকরিজীবীদের মুখের হাসি কেড়ে নিল EPFO)

আরও পড়ুন: ৩ দিনে কলকাতায় সোনার দাম বাড়ল ১৪০০, রুপোর রেটে লাফ ৬৩৫০ টাকার!

রিপোর্ট অনুযায়ী, কলকাতা পুলিশের কাছে যে ফুটেজ পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে অভিযোগকারী মহিলা কর্মী কনফারেন্স রুমের নীচের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। জানা গিয়েছে, পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে সেই মহিলা রাজভবনের এক সচিব এবং এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। এদিকে পুলিশ এর আগে জানিয়েছিল, কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে না। বরং রাজভবনের ভিতরে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, রাজভবনের দোতলার অফিস ঘরে জোর করে নিগ্রহ করা, আটকে রেখে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে ওই তিন কর্মীর বিরুদ্ধে। এদিকে সেই তিন কর্মীর পাশাপাশি আজ রাজভবনের আরও চারজন কর্মীকে তলব করা হয়েছিল পুলিশের তরফ থেকে।

 

বাংলার মুখ খবর

Latest News

বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও মার্কিন মুলুকে মোদী-ইউনুস বৈঠক সম্ভব নয় বানভাসী পরিস্থিতি দেখতে গিয়ে জলে পড়ে গেলেন সাংসদ–বিধায়করা, বীরভূমে দুর্ঘটনা চলন্ত ট্রেনেই ঘুঙুর বাজিয়ে পৌষালি কার জন্য 'তোমায় হৃদমাঝারে রাখিব' গাইলেন? আলিয়ার সতীন কাঁটা! বিয়ের আগে রণবীরের জীবনে ছিল অন্য নারী, তার মুখোমুখি রাহার মা বন্যায় উদ্ধারকাজ নিয়ে অসহযোগিতার অভিযোগ, পাঁশকুড়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ সিন্ধু জল চুক্তির সংস্কার চেয়ে পাকিস্তানকে নোটিশ পাঠাল ভারত সফ্টওয়্যার ডেভেলপারের চাকরি হারিয়ে Swiggy ডেলিভারি বয়! কীভাবে কাটছে দিন পেঁয়াজ ও বাসমতি চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র, খুশি মহারাষ্ট্র গণেশ পুজোর রাগালাপ! শঙ্কর-শিবমণি-পূর্বায়নদের পারফরমেন্স উপভোগ করছেন সচিন ACL 2- MBSG vs Ravshan Live- যুবভারতীতে এশিয়ার লড়াইয়ে রাভশানের সামনে মোহনবাগান…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.