ত্রিপুরায় গিয়ে অভিযেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে রবিবারই জোড়াফুল আঁকা পতাকা হাতে তুলে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজীব তৃণমূলে ফিরতেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। আর সোমবার কলকাতায় ফিরে তারই জবাব দিলেন রাজীব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় আমার শ্রদ্ধেয় নেতা। আমার অভিভাবক। আমি যখন দল ছেড়ে যাই, তখন অত্যন্ত দুঃখিত ছিলেন। সেই দুঃখ এখনও যায়নি। তিনি যেটা বলেছেন সেটা তাঁর ব্য়ক্তিগত মত। অসুবিধা হবে না। তাঁর সঙ্গে আমার দাদা-ভাইয়ের সম্পর্ক। সব ঠিক হয়ে যাবে। সকলের সঙ্গেই কাজ করব। কিন্তু নতুনভাবে দলে এসে কী করবেন? রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, ২০১৬ সালের পর থেকে বহুবার ত্রিপুরা গিয়েছি। দল যেখানে দায়িত্ব দেবে সেখানেই যাব। এদিকে দলবদল নিয়ে সদ্য তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের সাফাই, আমার জাতীয় কংগ্রেসের জন্ম। এরপর তৃণমূলে এসেছিলাম। সাময়িকভাবে রাগ, অভিমান থেকে পরিবর্তন করেছিলাম। সেটা ঠিক হয়নি এটা উপলব্ধি করেছি। সেকারনে পুরানো ঘরে ফিরে এসেছি। মানুষ বিগত দিনে দেখেছে আমি কীভাবে মানুষের জন্য কাজ করেছি।
ত্রিপুরায় গিয়ে অভিযেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে রবিবারই জোড়াফুল আঁকা পতাকা হাতে তুলে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজীব তৃণমূলে ফিরতেই তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন। আর সোমবার কলকাতায় ফিরে তারই জবাব দিলেন রাজীব।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কল্যাণ বন্দ্য়োপাধ্যায় আমার শ্রদ্ধেয় নেতা। আমার অভিভাবক। আমি যখন দল ছেড়ে যাই, তখন অত্যন্ত দুঃখিত ছিলেন। সেই দুঃখ এখনও যায়নি। তিনি যেটা বলেছেন সেটা তাঁর ব্য়ক্তিগত মত। অসুবিধা হবে না। তাঁর সঙ্গে আমার দাদা-ভাইয়ের সম্পর্ক। সব ঠিক হয়ে যাবে। সকলের সঙ্গেই কাজ করব। কিন্তু নতুনভাবে দলে এসে কী করবেন? রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, ২০১৬ সালের পর থেকে বহুবার ত্রিপুরা গিয়েছি। দল যেখানে দায়িত্ব দেবে সেখানেই যাব। এদিকে দলবদল নিয়ে সদ্য তৃণমূলে ফেরা রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের সাফাই, আমার জাতীয় কংগ্রেসের জন্ম। এরপর তৃণমূলে এসেছিলাম। সাময়িকভাবে রাগ, অভিমান থেকে পরিবর্তন করেছিলাম। সেটা ঠিক হয়নি এটা উপলব্ধি করেছি। সেকারনে পুরানো ঘরে ফিরে এসেছি। মানুষ বিগত দিনে দেখেছে আমি কীভাবে মানুষের জন্য কাজ করেছি।
|#+|
কিন্তু প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্য়ায় তো ভোটের আগে এই রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ বলেছিলেন। জবাবে রাজীবের দাবি,রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। রাজনীতিতে নানারকম কথা হয়। কে কী বলল সেটা ভুলে গিয়ে কাজ করতে হবে। প্রশ্ন উঠছে আগে কী বাস্তবেই তোলাবাজিতে যুক্ত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়? তৃণমূলে ফিরে আসা রাজীব প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, যা বলার আগেই বলেছি।