বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বাসস্থান নিয়ে তথ্য মিথ্যা, আদালতকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে: বিচারপতি মান্থা

বাসস্থান নিয়ে তথ্য মিথ্যা, আদালতকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে: বিচারপতি মান্থা

বিচারপতি রাজশেখর মান্থা।

তিনি আরও লিখেছেন, কিছু আইনজীবী ও অন্যান্যরা এজলাসের দরজা আটকে সাংবিধানিক আদালতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে আদালতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন।

তাঁর বাসস্থান নিয়ে মিথ্যা ও ভুল তথ্য তুলে ধরা হয়েছে পোস্টারে। সাংবিধানিক আদালতের বিচারপ্রক্রিয়ায় বাধা দিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার জারি করা আদালত অবমাননার রুলে এমনই মন্তব্য করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। এদিন বিচারপতি জারি করা রুলের ভিত্তিতে সোমবার আদালতে তাণ্ডবকারীদের খুঁজে বার করার প্রক্রিয়া শুরু করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নিজের জারি করা আদালত অবমাননার রুলে বিচারপতি মান্থা জানিয়েছেন, তাঁর বাসস্থানের আইনি বৈধতা নিয়ে পোস্টারে যে দাবি করা হয়েছে তা মিথ্যা ও ভুল। তাঁর বাসসন্থান রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স কলকাতার কাছে নথিভুক্ত রয়েছে। সেই নথি আদালত অবমাননার রুলের সঙ্গে সংযুক্ত করতে বলেছেন তিনি।

তিনি আরও লিখেছেন, কিছু আইনজীবী ও অন্যান্যরা এজলাসের দরজা আটকে সাংবিধানিক আদালতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। চোখ রাঙিয়ে, হুমকি দিয়ে আদালতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করেছেন। মিথ্যা তথ্যে ভরা পোস্টার সেঁটে আদালত ও বিচারপতিকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের আস্থা টলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।

গত সোমবারের ঘটনায় ওই দিনই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যসহ অন্য আইনজীবীরা। এর পর বিচারপতি মান্থার এজলাসের বাইরের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠান প্রধান বিচারপতি। সেই ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার থেকে অভিযুক্তদের খুঁজে বার করার প্রক্রিয়া শুরু করেছে আদালত।

সোমবার সকালে কলকাতার যোধপুর পার্কে বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির সামনে পোস্টারে ছয়লাপ হয়ে যায়। তাতে বিচারপতিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তাঁর ছবির ওপর লেখা হয়েছিল ‘শেম’। সঙ্গে ওই পোস্টারে প্রশ্ন তোলা হয় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের আইনি রক্ষাকবচ খারিজ করেছেন তিনি। যদিও পোস্টার কারা মেরেছে তার কোনও উল্লেখ ছিল না। বেলা বাড়লে দেখা যায় কলকাতা হাইকোর্ট চত্বরে একই রকম পোস্টার সাঁটছেন তৃণমূলপন্থী কিছু আইনজীবী। এর পর বিচারপতি মান্থার এজলাস অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অন্য আইনজীবী ও বিচারপ্রার্থীদের বিচারপতি এজলাসে ঢুকতে বাধা দেন তাঁরা।

 

বন্ধ করুন