বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সাত দিনের মধ্যে রাজ্যের সমস্ত থানার CCTV সারাতে হবে, নির্দেশ বিচারপতি মান্থার

সাত দিনের মধ্যে রাজ্যের সমস্ত থানার CCTV সারাতে হবে, নির্দেশ বিচারপতি মান্থার

কলকাতা হাইকোর্ট। ফাইল ছবি (HT_PRINT)

বিচারপতি মান্থা বলেন, রাজ্যে আর কোনও থানায় অচল সিসিটিভি থাকবে না। সাত দিনের মধ্যে সেগুলিকে সচল করতে হবে। সমস্ত থানায় সিসিটিভি সচল রয়েছে কি না তা ১ সপ্তাহ পর রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশ সুপারদের।

থানার ভিতর পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনও অভিযোগ উঠলে পাওয়া যায় না সিসিটিভি ফুটেজ। জানিয়ে দেওয়া হয়, খারাপ হয়ে গিয়েছে সিসিটিভি ক্যামেরা। এই ধরণের অজুহাত যে হাইকোর্ট আর বরদাস্ত করবে না তা স্পষ্ট করে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। মঙ্গলবার এক নির্দেশে তিনি জানিয়েছেন, ৭ দিনের মধ্যে রাজ্যের সমস্ত থানার সিসিটিভি সারিয়ে সচল করতে হবে। তার পর এই ধরণের কোনও অজুহাত খাড়া হলে কড়া পদক্ষেপের জন্য তৈরি থাকতে হবে পুলিশ সুপারদের।

মঙ্গলবার নদিয়ার থানারপাড়া থানার একটি ঘটনার রিপোর্ট বিচারপতি মান্থার এজলাসে জমা দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সেই রিপোর্ট দেখে বিচারপতি মান্থা বলেন, রাজ্যে আর কোনও থানায় অচল সিসিটিভি থাকবে না। সাত দিনের মধ্যে সেগুলিকে সচল করতে হবে। সমস্ত থানায় সিসিটিভি সচল রয়েছে কি না তা ১ সপ্তাহ পর রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশ সুপারদের।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনে রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি লাগানো হয়েছিল। কিন্তু অভিযোগ, পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলেই সিসিটিভি খারাপ হয়ে যায়। সেই সময়ের ফুটেজ আর খুঁজে পাওয়া যায় না। থানারপাড়া থানার একটি মামলায় গত ২০ ডিসেম্বর ডিজি মনোজ মালব্য নির্দেশ দেন, রাজ্যের সমস্ত থানার সিসিটিভি কাজ করছে কি না তা রিপোর্ট দিয়ে জানাতে হবে ডিজিকে। গত ১৩ জানুয়ারি বিচারপতি মান্থার এজলাসে পেশ করা রিপোর্টে ডিজি মনোজ মালব্য জানান, কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া রাজ্যের সমস্ত থানায় সিসিটিভি সচল। তার পরই এই নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

 

বন্ধ করুন