বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ছবির ওপর লেখা ‘শেম’, বিচারপতির বাড়ির সামনে পোস্টার সাঁটল দুষ্কৃতীরা

ছবির ওপর লেখা ‘শেম’, বিচারপতির বাড়ির সামনে পোস্টার সাঁটল দুষ্কৃতীরা

রাজশেখর মান্থার বাড়ির সামনে সাঁটা হয়েছে এমনই পোস্টার।

সকালে রাশি রাশি পোস্টার দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিচারপতি মান্থার বাড়ির সামনেও পড়ে এই পোস্টার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ। তারা বিচারপতি মান্থার বাড়ির নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে।

বেনজির ঘটনা ঘটল কলকাতা শহরে। বিচারপতির দেওয়া রায়ের বিরোধিতা করে তাঁর বাড়ির সামনে ছবিসহ পড়ল পোস্টার। সোমবার সকাকে কলকাতার যোধপুর পার্ক এলাকা ছেয়ে যায় বিচারপতি রাজশেখর মান্থার বিরোধিতায় ছাপানো সেই পোস্টারে। রাতের অন্ধকারে কারা এই পোস্টার সাঁটাল তা বলতে পারছেন না স্থানীয়রা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে লেক থানার পুলিশ।

পোস্টারে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ছবির ওপর লেখা হয়েছে ‘শেম’। তার পাশে লেখা হয়েছে ‘বিচারব্যবস্থার নামে লজ্জা’। তার নীচে লেখা হয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা সমস্ত মামলায় স্থগিতাদেশ দিয়ে দেওয়া হল, এমনকী তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযো দায়ের করার ব্যাপারেও জারি করা হল নিষেধাজ্ঞা। বিচারপতি হয়ে নিজেই বসবাস করছেন বেআইনি সম্পত্তিতে। অথচ মধ্যরাতে ইডির কাছে লাঞ্ছিতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার ন্যায্য সুরক্ষা প্রত্যাহার করে নিলেন বিচারপতি মান্থা। তবে পোস্টার কারা লাগিয়েছে তার কোনও উল্লেখ নেই।

সকালে রাশি রাশি পোস্টার দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিচারপতি মান্থার বাড়ির সামনেও পড়ে এই পোস্টার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লেক থানার পুলিশ। তারা বিচারপতি মান্থার বাড়ির নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে। নিরাপত্তারক্ষী জানান, রাতের অন্ধকারে কারা পোস্টার লাগিয়েছেন তা তিনি দেখতে পাননি। এর পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেন গোয়েন্দারা। এই ঘটনার সঙ্গে সোমবার কলকাতা হাইকোর্টের তৃণমূলি আইনজীবীদের বিচারপতি মান্থার এজলাস বয়কটের সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। k

বলে রাখি, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজের জন্য বিচারপতি মান্থার এজলাসে আবেদন জানিয়েছিল ED.

 

বন্ধ করুন