সূচপুরের উদাহরণ টেনে বগটুইকাণ্ডে ‘মামলা সাজাতে’ বলেছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তাঁর এই মন্তব্য থেকে দূরত্ব তৈরি করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিলেন, এই মন্তব্য ‘ব্যক্তিগত’, দলের নয়। বগটুই নিয়ে প্রথম থেকেই বিতর্কিত মন্তব্য করে আসছেন অনুব্রত। প্রথমে তিনি দাবি করেছিলেন, শর্ট সার্কিট থেকে টিভিতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য তাঁর সেই দাবি উড়িয়ে দেয় তাঁরই দল এবং পুলিশ প্রশাসন। আর এরপর ‘মামলা সাজানো’র নির্দেশ দেওয়ায় দলীয়ভাবে তাঁর থেকে এই বিষয়ে দূরত্ব তৈরি করলেন কুণাল ঘোষ।
উল্লেখ্য, আজই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে বগটুই মামলার তদন্তভার থাকবে সিবিআই-এর হাতে। আদালতের এই নির্দেশ দেওয়ার পরই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আদালতের নির্দেশ মেনেই তদন্তে সহযোগিতা করবে সরকার। এরপর অনুব্রতর ‘সূচপুর’ মন্তব্য প্রসঙ্গে কুণালকে প্রশ্ন করা হলে তা তিনি এড়িয়ে যান। কুণাল বুঝিয়ে দেন, এই মন্তব্যের দায় নিচ্ছে না তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার বগটুইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশকে ন্যায়বিচার নিয়ে বার্তা দিচ্ছিলেন, তখন পাশ থেকে অনুব্রত ‘নির্দেশ’ দেন, ‘সূচপুরে যেমন সাজিয়েছিল... এখনও জেলে রয়েছে।’ এই মন্তব্য ঘিরেই তৈরি হয় বিতর্ক। অনুব্রতর মন্তব্যের আগে মমতা বলেন, ‘কেসটা খুব ভালভাবে আটঘাট বেঁধে সাজাতে হবে। কারণ, আমি শুনেছি আগের এক খুনের কেসে হাই কোর্ট থেকে জামিন পেয়ে গিয়েছে।’ এরপরই অনুব্রত ‘কেস সাজাতে’ বলেন পুলিশকে।