রাজভবনের কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সেই বিতর্কের মাঝেই এবার সামনে এল রাজ্যপালের বিরুদ্ধে অপর একটি অভিযোগ। যার জেরে আরও অস্বস্তিতে পড়তে চলেছেন বোস। রিপোর্ট অনুযায়ী, রাজ্যপালের বিরুদ্ধে পুরনো এক অভিযোগের পরিপ্রেক্ষিতে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে। দাবি করা হচ্ছে, এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। সেই নিয়ে লালবাজারের গোয়েন্দারা প্রাথমিক তদন্ত করেছেন। সেই সংক্রান্ত রিপোর্ট এবার জমা পড়েছে নবান্নে। (আরও পড়ুন: নির্বাচনের মাঝেই 'অঙ্ক' কষে বাংলায় বিজেপির আসন সংখ্যা বাতলে দিলেন অমিত শাহ!)
আরও পড়ুন: বিবেকানন্দের নামাঙ্কিত ক্রুজে চেপে নমো ঘাটে মোদী, মনোনয়ন জ্বরে কাঁপছে বারাণসী
সংবাদ প্রতিদিনের রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৩ সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের করেছিলেন এক নামী ওড়িশি নৃত্যশিল্পী। সেই অভিযোগ অনুযায়ী, গত ২০২৩ সালের জুন মাসে একটি অনুষ্ঠানের নাম করে তাঁকে দিল্লি নিয়ে গিয়েছিলেন বোস। সেখানে এক পাঁচতারা হোটেলে নৃত্যশিল্পীর থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই নাকি তাঁর সঙ্গে রাজ্যপাল অভব্য আচরণ করেছিলেন। তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। এরপরই সেই নৃত্যশিল্পী নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। পরে নবান্নের তরফ থেকে কলকাতা পুলিশকে এই বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: সঙ্গে ১২ CM, ২০ কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু মোদীর মনোনয়নে ৪ প্রোপোজার কারা জানেন?
জানা গিয়েছে, মঙ্গলবারই সেই যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে। উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ ওঠে, রাজভবনে নিজের চেম্বারে রাজ্যপাল সিভি আনন্দ বোস নাকি এক মহিলার শ্লীলতাহানি করেন। মে মাসের ২ তারিখে ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়। সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযোগকারী মহিলা রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে যাচ্ছেন। রিপোর্টে দাবি করা হচ্ছে, সেদিন ওই মহিলা পুলিশের কাছে যাওয়ার আগে এক সচিবের ঘরে গিয়েছিলেন। পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ছিলেন তিনি।
আরও পড়ুন: আগামী সপ্তাহেই শুরু হয়ে যাবে বর্ষা, এরই মধ্যে বাংলায় ৫ ডিগ্রি চড়বে পারদ
জানা গিয়েছে, পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে সেই মহিলা রাজভবনের এক সচিব এবং এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। এদিকে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে, কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এই তদন্ত হচ্ছে না। বরং রাজভবনের ভিতরে কী ঘটেছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই সবের মাঝে এবার রাজ্যপালের বিরুদ্ধে প্রায় ১ বছর আগের এক অভিযোগের প্রেক্ষিতে তদন্ত রিপোর্ট জমা পড়ল নবান্নে।