বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ration dealers: ইউক্রেন যুদ্ধের জন্য গমে বরাদ্দ কম, বাড়ানোর দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

Ration dealers: ইউক্রেন যুদ্ধের জন্য গমে বরাদ্দ কম, বাড়ানোর দাবিতে কেন্দ্রকে চিঠি রেশন ডিলারদের

রেশন ডিলারদের দাবি কেন্দ্রের কাছে পর্যাপ্ত গম মজুত রয়েছে।  (PTI)

শীতে ভাতের চেয়ে রুটি খেতেই পছন্দ করে বাঙালি। নতুন বছর থেকে গমের বরাদ্দ বাড়ানোর দাবি তুলেছে রেশন ডিলাররা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রেশনে গম সরবরাহ কমেছে। নতুন বছর থেকে গমের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় খাদ্য ও বণ্টনমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিল রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন তরফে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হয়। এপ্রিল মাসে কেন্দ্র চাল-গম বরাদ্দের উপর নিয়ন্ত্রণ জারির কথা ঘোষণা করে। সাত মাস কেটে গেলেও এখনও সেই নিয়ন্ত্রণ তুলে নেয়নি কেন্দ্র। এই পরিস্থতি রেশন ডিলারদের দাবি, অবিলম্বের নিয়ন্ত্রণ তুলে গম সরবরাহ স্বাভাবিক হোক।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এফসিআই-এর কাছে বর্তমানে ১৫৯ লক্ষ টন গম ও ১০৪ লক্ষ টন চাল মজুত রয়েছে। যা নতুন বছরের জানুয়ারি মাসে দেশের রেশন গ্রাহকদের দেওয়ার পক্ষে যথেষ্ট। তাই চিঠি দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, অবিলম্বে নিয়ন্ত্রণ তুলে নেওয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর বলেন,'নিয়ন্ত্রণ থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণে গম পাচ্ছি না। ফলে আমরা যেমন অসুবিধার মধ্যে রয়েছি, তেমনি গ্রাহকদেরও অসুধিবার মধ্যে পড়তে হচ্ছে।' তিনি আরও বলেন,'শীতের সময় মানুষ ভাতের চেয়ে রুটি খেতেই বেশি পছন্দ করে। তা এই সময় গমের বরাদ্দ বাড়ানো উচিত। সেই কারণেই আমরা চিঠি দিয়ে বরাদ্দ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছি।'

বন্ধ করুন