পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা-সহ তাঁর সই পরীক্ষা করতে চায় ইডি। এই দাবি জানিয়ে ইডির বিশেষ আদালতে ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ইডির দাবি, হাসপাতালে থাকাকালীন একটি চিঠি লিখেছিলেন তিনি। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানকে টাকার বিষয় নিয়ে লেখা ছিল জ্যোতিপ্রিয়র সেই চিঠিতে। চিঠিটি নাকি জ্যোতিপ্রিয় নিজের মেয়েকে দিতে চেয়েছিলেন। এই আবহে রেশন দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা পরীক্ষা করাতে চায় ইডি। কারণ, প্রাথমিক ভাবে জ্যোতিপ্রিয় মেনে নিয়েছিলেন যে সেই চিঠি তাঁরই লেখা। পরবর্তী অবশ্য আবার তিনি বয়ান বদল করেন। তিনি চিঠি লেখার কথা অস্বীকার করেন। এই আবহে সেই চিঠি যে জ্যোতিপ্রিয়রই লেখা, তা প্রমাণ করতে মরিয়া ইডি। (আরও পড়ুন: রবিবার বিশেষ মেট্রো চলবে কলকাতা নর্থ-সাউথ লাইনে, একনজরে দেখুন সময়সূচি)
আরও পড়ুন: বাংলার ৩ BJP সাংসদ যোগাযোগ রাখছে, বিস্ফোরক দাবি TMC সাংসদের
আরও পড়ুন: ২৪-এ আসন কম কেন বিজেপির? সংগঠনের ওপর দায় চাপিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
গত বছরের ২৭ অক্টোবর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় দীর্ঘদিন এসএসকেএম-এ ভরতি ছিলেন জ্যোতিপ্রিয়। তখনই হাসপাতাল থেকে নিজের মেয়েকে একটি চিঠি পাঠান জ্যোতিপ্রিয়। তবে সেই চিঠি সিআরপিএফ পেয়ে যায়। চিঠিটি খুলে দেখা হয়। তাতে শেখ শাহজাহান, রবীন্দ্র, শংকর আঢ্য এবং ডাকু নামের ব্যক্তিদের উল্লেখ ছিল। চিঠিতে আর্থিক লেনদেন সংক্রান্ত নির্দেশ ছিল বলে দাবি ইডির। (আরও পড়ুন: জরিমানায় হবে না কাজ, কলকাতায় বেআইনি নির্মাণ রেগুলারাইজেশনের নিয়মে বদল)
আরও পড়ুন: লোকসভায় ঘাটাল সহ ৪ আসনের ফল নিয়ে চাঞ্চল্যকর দাবি, CBI তদন্ত চেয়ে আদালতে যাবে BJP
আরও পড়ুন: আমূল বদলাবে কলকাতা পুরসভার পরিষেবা, নয়া ব্যবস্থা চালু হতে পারে শীঘ্রই
আরও পড়ুন: বদলে গেল বাংলায় রোড ট্যাক্সের বিধি, এবার থেকে দিতে হবে কত টাকা? জানুন বিশদ
জানা গিয়েছে, সেই চিঠির সূত্র ধরেই শংকরকে গ্রেফতার করে ইডি। এদিকে হেফাজতে থাকাকালীন কীভাবে চিঠি লেখার জন্য জ্যোতিপ্রিয় কাগজ ও পেন পেয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন শংকর। এই আবহে জ্যোতিপ্রিয় চিঠি নিয়ে নিজের বয়ান বদল করায় তদন্তে ব্যাঘাত ঘটছে। তাই এবার সেই চিঠির ফরেনসিক পরীক্ষা করাতে চায় ইডি। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশের পরই এই নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। বালু নিজের বয়ান থেকে সরে আসায় তাঁর হাতের লেখার সঙ্গে সংশ্লিষ্ট চিঠির হাতের লেখাটি মিলিয়ে দেখতে চান ইডির তদন্তকারীরা।