অবশেষে জেল থেকে মুক্তি পেলেন সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাস। আর জেল থেকে বেরিয়ে মাম্পি কী বলেন সেদিকে নজর ছিল অনেকেরই। আর দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে শনিবার মুক্তি পেয়েই তিনি বলেন, সত্যমেব জয়তে। এরপরই তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে একের পর তির ছুঁড়তে শুরু করেন। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে ছাড়ব না।
মাম্পি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শেষ দেখে ছাড়ব। তাঁকে হারিয়ে দেখাব। এই লোকসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায় হারবেন। ’
বিরাট চ্যালেঞ্জ ছুঁড়লেন সন্দেশখালির নেত্রী।
জেল থেকে বেরিয়ে পিয়ালি বলেন, ‘সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনা মিথ্যে নয়। আন্দোলনকারী মহিলাদের পাশে ছিলাম, আগামী দিনেও তাঁদের পাশে থাকব। তিনি বলেন, মিথ্যে অভিযোগে আমায় গ্রেফতার করা হয়েছিল। আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টকে অসংখ্য় ধন্যবাদ।’ এদিন তিনি তাঁর দলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মাম্পি দাস। তিনি বলেন, ‘সত্যমেব জয়তে। ভারত মাতা কি জয়। মমতা ব্যানার্জিকে ছাড়ব না। সব চক্রান্ত করে করেছে। মমতা ব্যানার্জিতে ছাড়়ব না। একেবারে ভুয়ো গ্রেফতারি। তিনি মানুষ নন। নারী নামের কলঙ্ক। সত্যের পাশে রয়েছি। সত্যের সঙ্গে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখাব একজন নারী হয়ে তিনি যে নারীর উপর এত অপমান, এত অনাচার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছেন না। একেবারে মিথ্যে অভিযোগ। তার প্রমাণ হাইকোর্টে হয়ে গিয়েছে। পিসি-ভাইপোকে ছাড়ব না। শেষ দেখে ছাড়ব।’ বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পিয়ালি ওরফে মাম্পি। ‘লড়াইটা শুরু থেকে চালাচ্ছি। সেই ফেব্রুয়ারি মাস থেকে চালাচ্ছি। আমাদের সন্দেশখালিতে নারী নির্যাতন হয়েছে। কোনওটাই মিথ্য়ে নয়। মমতা ব্যানার্জিকে হারিয়ে দেখাব। এই লোকসভা ভোটে মমতা ব্যানার্জি হারবে। এই আন্দোলনে কোনও রাজনীতি ছিল না। মমতা ব্যানার্জির এটা ভুয়ো। ’
ব্যক্তিগত বন্ডে পিয়ালির মুক্তির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। শনিবার দমদম জেল থেকে ছাড়া পেলেন তিনি। ফুলের মালা নিয়ে অপেক্ষা করছিলেন বিজেপির নেতারা। তাঁকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে মাম্পি দাসের জামিন পাওয়ার ঘটনায় সন্দেশখালির মহিলাদের একাংশও যথেষ্ট খুশি।
এদিকে মাম্পির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি ধর্ষণের মিথ্য়ে মামলা দায়ের করার ক্ষেত্রে বাধ্য করেছিলেন অন্যান্য মহিলাদের। তবে শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন।