অশোকনগরে বইমেলার উদ্বোধনে এসে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাহারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে খবর প্রচার করা হচ্ছে তা বাড়িয়ে দেখানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এমনকী কীভাবে ভারত- বাংলাদেশের এই সম্পর্কের অবনতির বিষয়টি ফের ঠিকঠাক করা যায় সেই প্রসঙ্গেও মতামত দেন সিদ্দিকুল্লা চৌধুরী।
বইমেলায় যাতে আরও বেশি করে মানুষ আসেন সেব্যাপারেও আহ্বান করেছেন তিনি। মন্ত্রী বলেন, আগের থেকে বইমেলা প্রাণ পাচ্ছে। ক্রেতারাও সন্তুষ্ট। বিক্রেতারাও সন্তুষ্ট। স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতে বইমেলায় আনা যায় তার চেষ্টা করুক। মানুষ বই পড়ুক।
এরপরই সংবাদমাধ্যম তাঁকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করেন।
সংবাদমাধ্যমের তরফে তাঁকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল । বাংলাদেশ কাঁটাতার দিচ্ছে না, বিজিবি কাঁটাতার দিতে দিচ্ছে না। কী বলবেন?
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, 'বাইশ-শো কিলোমিটার বর্ডার। ১৬১৮ কিমি কাঁটাতার দেওয়া হয়ে গিয়েছে। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বলুক। আর একটা কথা হচ্ছে স্থল, জল, আকাশপথ সব কেন্দ্রীয় সরকারের হাতে। যদি কিছু হয় সেটা তাদের ব্যর্থতা। ওয়াচ টাওয়ার আছে, পাইলট গাড়ি আছে। জায়গায় জায়গায় ফোর্স আছে। পুরো ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে যদি সংখ্য়ালঘু হিন্দুভাই আক্রান্ত হয়ে থাকেন তা দুঃখের কথা। যতটা না হয়নি মিডিয়া তার থেকে দিল্লির তামাক খেয়ে বেশি দেখাচ্ছে। আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্যে লেনদেন মার খাচ্ছে।..এটা কি হওয়া উচিত। আলোচনা হওয়া দরকার। এতটা কিছু হয়নি যে ঘটনা আপনারা বলছেন। রোজ আমাদের কাছে খবর আসছে। ইসকনের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে সেটাও ভুল। দাবিটাও ভুল। ওদের সাথে আমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে কলকাতায় বাণিজ্য কোটি কোটি টাকার দুই দেশের। ক্ষতিটা কার হবে, দিল্লির হবে, গুজরাটের হবে! হবে তো বাঙালি সমাজের। '
মন্ত্রী বলেন, 'বই পড়ুন বিবেকানন্দর সব দিকগুলো পরলে হিন্দু ধর্মে হিংসা থাকবে না, পরশ্রীকাতর হবে না। '
সমাধানের কী রাস্তা বললেন মন্ত্রী?
‘আমার মতে বলে একটা আলাপ আলোচনা বেসরকারিভাবে হোক। এখানকার মুখ্য়মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কতবার কথা বলেছেন। খালি গা জোয়ারি। আর হুকুম দিচ্ছেন। আপনি ব্যাপারটা দেখুন সেটাও বলে না।’
কার্যত বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলে আখেরে যে বাংলার ক্ষতি হবে সেকথা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু নির্যাতনের খবর বাড়িয়ে দেখানো হচ্ছে বলে তাঁর মত।